ঢাকা টাইমস্ রিপোর্ট ॥ দেশে বিদ্যুৎ সমস্যা যেভাবে আষ্টে-পৃষ্ঠে ধরেছে, তাতে এ সমস্যা থেকে খুব শীঘ্রই বেরুবার কোন পথ নেই বলেই মনে হচ্ছে। যদিও জ্বালানি উপদেষ্টা বলেছেন, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য আরও ১০ লাখ সোলার প্যানেল বসানো হবে।
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী বলেছেন, ২০১৪ সালের মধ্যে দেশে আরও ১০ লাখ সোলার প্যানেল বসানো হবে। তিনি বলেছেন, এ পর্যন্ত ১৫ লাখ সোলার প্যানেল বসানোর কাজ সম্পন্ন হয়েছে। আগামী দুই বছরে এই সংখ্যা দাঁড়াবে ২৫ লাখে। তিনি জ্বালানি ও বিদ্যুৎ খাতকে দক্ষভাবে ব্যবহারের জন্য বাংলাদেশে একটি আন্তর্জাতিক জ্বালানি গবেষণা ইন্সটিউিটিউশন প্রতিষ্ঠার কথা জানিয়েছেন। ১৯ এপ্রিল হোটেল সোনারগাঁওয়ে জ্বালানি সংক্রান্ত এক সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সিম্পোজিয়ামে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশস্থ কোরিয়ার রাষ্ট্রদূত এইচ ই টাই ইয়ং চৌ, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উরস হিরেন, কেইপিজেড বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট জাহাঙ্গীর সাদাত, ডিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট হায়দার আহমেদ খান প্রমুখ।
অনুষ্ঠানে ড. তৌফিক-ই-ইলাহী বলেন, বাংলাদেশে একটি আন্তর্জাতিক গবেষণা ইন্সটিটিউশন প্রতিষ্ঠার জন্য তিনি এর আগে ম্যানিলায় অনুষ্ঠিত এডিবি’র সম্মেলনে প্রস্তাব দিয়েছিলেন। মন্ত্রিপরিষদের বৈঠকেও উপস্থাপন করেছিলেন। তিনি এই গবেষণা ইন্সটিটিউশন প্রতিষ্ঠার জন্য ১০ মিলিয়ন ডলারের একটি তহবিল গঠন করবেন বলেও জানান।
উল্লেখ্য, সমপ্রতি বিদ্যুৎ সমস্যা এমন প্রকট আকার ধারণ করেছে যে, দেশের মিল, কল-কারখানা বন্ধের উপক্রম হয়েছে। দেশে বিরাজ করছে এক অস্বাভাবিক পরিবেশ। বিদেশী বিনিয়োগ বাধাগ্রস্থ হচ্ছে। এ মতাবস্থায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সমস্যার সমাধান করা জরুরি। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার আগে বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বাস্তবে কোন ফল জনগণ পায়নি। বরং বিদ্যুতের এমন প্রকট সমস্যা দেখা দিয়েছে প্রতি ঘণ্টায় ঘণ্টায় লোড শেডিং করা হচ্ছে।
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৪ নভেম্বর মুক্তি পায় কলকাতার ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
View Comments
Wow they are so creative logos I actually am blown away, I can't even think of an individual and there are so many creative minds out there:)
I was afraid to dive into php, but gave it a shot after reading this. Under no circumstances genuinely enjoy WordPress' comment system. Thanks for your tips to obtain me commenced.
It's wondeufrl to have you on our side, haha!