দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাম্প্রতিক সময় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বদৌলতে ইতিমধ্যেই পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে প্রযুক্তি দুনিয়ায়।
স্বয়ংক্রিয় এই প্রযুক্তির পরিসরও বাড়ছে প্রতিনিয়ত, ইতিমধ্যেই ওপেন এআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি, গুগল বার্ডসহ মিডজার্নির মতো কৃত্তিম বুদ্ধিমত্তাচালিত (এআই) পরিষেবা চালু হওয়ার পর শঙ্কাও দেখা দিয়েছে বিভিন্ন পেশাজীবীদের মধ্যে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস্ এক প্রতিবেদনে জানিয়েছে যে, টেক জায়ান্ট গুগল ‘জেনেসিস এআই’ নামে আর্টিকেল জেনারেটিভ প্রি-ট্রেইনড এআই’র পরীক্ষামূলক কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। এই এআই এর মাধ্যমে পত্রিকার খবরের ফরমেট অনুযায়ীই প্রতিবেদন লেখা যাবে। মাত্র কয়েকটি ফ্যাক্ট কিংবা তথ্য ইনপুট করে দিলেই সেটির উপর ভিত্তি করে ইন্টারনেটে থাকা ডাটা সংগ্রহ করে সম্পূর্ণ নিউজ স্টাইলে আর্টিকেল বানিয়ে দিতেও সক্ষম জেনেসিস।
গুগল জানিয়েছে যে, জেনেসিস মূলত সংবাদ মাধ্যম যেমন- নিউ ইয়র্ক টাইমস্, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট এর মতো আউটলেটগুলোর সাংবাদিকদেরও কর্মক্ষেত্রে একটি টুল হিসেবে ব্যবহার করা যেতে পারে, যা সংবাদ সংগ্রহ থেকে ফরমেশন তৈরিতেও সাংবাদিকদের সাহায্য করবে।
বিষয়টি নিয়ে গুগলের এক মুখপাত্র জেন ক্রিডার জানিয়েছে যে, এই এআই টুলটি সাংবাদিকদের দৈনন্দিন কাজের পাশাপাশি প্রতিবেদনের শিরোনাম তৈরি ও ভিন্ন আঙ্গিকে তথ্য উপস্থাপনায়ও সাহায্য করবে। রিপোর্টিং বা ফ্যাক্ট চেকিং এর মতো গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে এটিকে বানানো সম্ভব হয়নি।
তবে প্রশ্ন তৈরি হয়েছে, জেনেসিসের কাজের প্রয়োজনীয়তা নিয়ে, গুগলের দাবি অনুযায়ী এটি প্রতিবেদন তৈরিতে সাহায্য করবে তবে ইতিমধ্যেই তাদের জিমেইল এবং গুগল ডক- এ ‘হেল্প মি রাইট’ নামে একটি পরিষেবা রয়েছে, যা মূলত চ্যাটবটের মতো তথ্য সংগ্রহ করে একটি অসম্পূর্ণ লেখাকে পুরোপুরি পেশাদার ফরমেশন বানিয়ে দিতে সক্ষম।
সেইক্ষেত্রে জেনেসিস যদি সংবাদ মাধ্যমের আর্কাইভ থেকে তথ্য নিয়ে নতুন একটি ল্যাংগুয়েজ লার্নিং মডেল তৈরি করে সংবাদপত্রের ভাষা শৈলি বুঝতে সক্ষম হয় তাহলে এটি হবে একটি যুগান্তকারী। তবে প্রশ্ন থেকেই যায়, যেহেতু এআই নির্ভর পরিষেবাগুলো এখনও সম্পূর্ণ নির্ভুল তথ্য দিতে সক্ষম নয়, তাই সংবাদের মতো স্পর্শকাতর বিষয়েও এটির ভূমিকা এখনও অগ্রগণ্য হচ্ছে না।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on নভেম্বর ২৭, ২০২৩ 8:52 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…