The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

মার্কিন জোটের বিরুদ্ধে ইয়েমেনিদের পাল্টা হামলা

Image taken from the bridge of HMS Diamond, seen here firing her Sea Viper missiles in the Red Sea today (10/01/2023). Overnight, HMS Diamond along with US warships successfully repelled the largest attack from the Iranian backed Houthis in the Red Sea. Deploying Sea Viper missiles and guns, HMS Diamond destroyed multiple attack drones heading for her and commercial shipping in the area with no injuries or damaged sustained to HMS Diamond or her crew. (Photo by UK Ministry of Defence via Sipa USA) No Use Germany.

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হুতিদের জাহাজে লোহিত সাগরে ‍হামলার প্রতিবাদে ইয়েমেনে হামলা শুরু করেছে মার্কিন জোট। তবে এই জোটের বিরুদ্ধে এবার পাল্টা হামলাও চালিয়েছে হুতিরা।

মার্কিন জোটের বিরুদ্ধে ইয়েমেনিদের পাল্টা হামলা 1

১৩ জানুয়ারি আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মার্কিন সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটন আশঙ্কা করছে যে, পশ্চিমাদের ক্ষেপণাস্ত্র দিয়ে অব্যাহত দুই রাত হামলার কারণে হুতিরা আবারও হামলা চালাবে। তারা ব্রিটিশ-মার্কিন জোটের হামলার জবাবে অন্ততপক্ষে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জয়েন্ট স্টাফ ডিরেক্টর অব অপারেশন লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিমস সাংবাদিকদের বলেছেন, হুতিরা একটি হামলা চালালে তাদের জোট ১৬টি লক্ষে হামলা চালিয়েছে। এইসব হামলায় ১৫০টিরও বেশি গোলা ছোড়া হয়েছে।

তিনি আরও বলেন, তাদের বক্তব্য বেশ জোরালো ও বেশ উগ্র। আমরা আশংকা করছি, তারা বেশ কিছু হামলা চালাতে পারে। তবে আমরা আশা করবো যে, তারা বাড়াবাড়ি করবে না। তারা যে কোনো কিছু করলে তার মোকাবিলার জন্য আমরাও প্রস্তুত।

ইতিপূর্বে, শুক্রবার রাতে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে একের পর এক হামলা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। লোহিত সাগরে বিদেশি জাহাজে হুতিদের হামলার সক্ষমতা খর্ব করতে তাদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলার কথা জানায় দেশ দুটি। তবে মার্কিন এবং ব্রিটিশ হামলাকে ‘বর্বর’ বলে অভিহিত করেছে এই গোষ্ঠীটি। এমনকি হামাসের মিত্র হুতি বিদ্রোহীরা জানিয়েছে যে, হামলা সত্ত্বেও ইসরায়েলগামী জাহাজে তাদের আক্রমণ অব্যাহত থাকবে।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাঢহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali