দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তরুণ নির্মাতা সেলিম রেজা নির্মাণ করলেন ‘এক্স লাভ’ শিরোনামের ওয়েব ফিল্ম। এই ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন প্রিয়া অনন্যা।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এই ওয়েব ফিল্মটি। সিনেটেক মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটি প্রযোজনা করেছেন সেলিম রেজা। এই ওয়েবফিল্মটির গল্প লিখেছেন শাহরিয়ার ইসলাম এবং চিত্রনাট্য করেছেন সালমান জাশিম।
একটি সংবাদ মাধ্যমকে অভিনেত্রী প্রিয়া অনন্যা বলেছেন, এই কনটেন্টে দর্শকরা চমৎকার একটি গল্প দেখতে পাবেন। তাছাড়াও এটি দারুণ একটি চরিত্র। এমন চরিত্র সাধারণত দেখা যায় না; প্রস্তাব পেয়েই আমার ভালো লেগেছে। আশা করছি, দর্শকরাও দারুণ একটি কাজ উপহার পেতে যাচ্ছেন।
সংবাদ মাধ্যমকে নির্মাতা সেলিম রেজা বলেছেন, ‘এক্স লাভ’ ওয়েব ফিল্মে প্রেম-বিশ্বাস এবং প্রতিশোধের একটি ফিল্ম। সচরাচর এমন গল্প নিয়ে কাজ কমই হয়। আমরা সেই বিষয়টি নিয়ে সামনে এগিয়ে যেতে চেয়েছি। এর বেশি কিছু এখন আর বলতে চাই না। আশা করি দর্শকরাও কাজটি পছন্দ করবেন।
প্রিয়া অনন্যা ছাড়াও আরও অভিনয় করেছেন- আমান রেজা, আশিক চৌধুরী, সাফি খান, নির্জোনা আফরোজ, সাহেলা আক্তার প্রমুখ। জানা যায়, এই ওয়েব ফিল্মটি শীঘ্রই দেখা যাবে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org