দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবছরের মতো এবারও টিভি চ্যানেল এনটিভি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৭ দিন ব্যাপি বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। প্রতিদিন সকাল থেকে রাত্রি অবধি পুরো অনুষ্ঠানসূচি আমরা আগের দিন প্রকাশ করবো। আশা করি ঈদের এইসব অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে। আজ ৭ম দিন (১৭ এপ্রিল) এর অনুষ্ঠান দেখে নিন।
ঈদ উল ফিতরের ৭ম দিন
০৮:০০ ধারাবাহিক নাটক: প্রবাসী পরিবার ঈদ স্পেশাল। পর্ব ০৬। রচনা ও পরিচালনা: মারুফ রেহমান। অভিনয়ে: প্রাণ রায়, মায়মুনা মম, সেমন্তি সৌমী, মিলন ভট্টাচার্য্য, জৌপারী লুসাই, মীম চৌধুরী, স্বর্ণলতা, আসিফ নূর, মারুফ মিঠু, রত্মা খান, টুটুল চৌধুরী প্রমূখ।
০৮:৩০ নৃত্যানুষ্ঠান: বাঁধনহারা। প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান। অংশগ্রহণে: স্কাই স্ট্রমের শিল্পীবৃন্দ।
০৯:০০ বিশেষ নাটক: লুকোচুরি প্রেম। রচনা: রিফাত আদনান পাপন। রচনা ও পরিচালনা: মো: তৌফিকুল ইসলাম। অভিনয়ে: তৌসিফ
মাহবুব, তাসনিয়া ফারিন, সাজু খাদেম, শেলী আহসান, রকি খান, শাহবাজ সানী, আফরান অনিক প্রমূখ।
১০:০৫ বাংলা ছায়াছবি: অগ্নি ২। পরিচালনা: ইফতেখার চৌধুরী। অভিনয়ে: মাহিয়া মাহি, ওম, আশীষ বিদ্যার্থী, অমিত হাসান প্রমূখ।
০২:৩০ টেলিফিল্ম: মেঘের ডানায় তুই। রচনা: ইফফাত আরেফিন মাহমুদ। পরিচালনা: চয়নিকা চৌধুরী। অভিনয়ে: সৈয়দ জামান শাওন, সাফা কবির, আবুল হায়াত, ডলি জহুর, আজম খান প্রমূখ।
০৫:১০ লিভিং লিজেন্ড: একজন আবুল হায়াত। উপস্থাপনা: মামুনুর রশীদ। প্রযোজক: জাহাঙ্গীর চৌধুরী।
০৬:৪৫ ধারাবাহিক নাটক: প্রবাসী পরিবার ঈদ স্পেশাল। পর্ব ০৭। রচনা ও পরিচালনা: মারুফ রেহমান। অভিনয়ে: প্রাণ রায়, মায়মুনা মম, সেমন্তি সৌমী, মিলন ভট্টাচার্য্য, জৌপারী লুসাই, মীম চৌধুরী, স্বর্ণলতা, আসিফ নূর, মারুফ মিঠু, রত্মা খান, টুটুল চৌধুরী প্রমূখ।
০৭:৫৫ একক নাটক: মিডল ক্লাস। রচনা ও পরিচালনা: জুবায়ের ইবনে বকর। অভিনয়ে: আরশ খান, ফারিয়া শেহরিন, রেশমী আহমেদ, জাভেদ গাজী প্রমূখ।
০৯:৩০ একক নাটক: ঘুম পাগল। রচনা: চয়ন দেব। পরিচালনা: নাজমুল রনি। অভিনয়ে: শামীম হাসান সরকার, সেমন্তী সৌমী, পামির, শহীদ উন নবী, জেরিন প্রমূখ।
১১:০৫ একক নাটক: সাধারণ পরিবহন। রচনা: রনক ইকরাম। পরিচালনা: নিয়াজ মোহাম্মদ চন্দ্রদীপ। অভিনয়ে: জাহের আলভী, ইফফাত আরা তিথী, ইমরান আজাদ, মামুন বিশ্বাস, রথি প্রমূখ।
১২:০০ বিশেষ সঙ্গীতানুষ্ঠান: আমাদের গান। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: মোহাম্মদ নূরুজ্জামান। অংশগ্রহণে: নিশি শ্রাবনী, আশিক, রাফাত শাহরিয়ার, সানজিদা রিমি ও আয়েশা জেবিন দীপা। তথ্যসূত্র: এনটিভি।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on এপ্রিল ৯, ২০২৪ 1:09 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টিভির সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি ডিমের দাম এতো হতে পারে তা কখনও কী ভাবা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ১৯ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে এই ভেষজগুলো প্রতিদিনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হলো ইউটিউব। অনলাইনে আয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর্থ্রাইটিস, অর্থাৎ বাত যে শিশুদেরও হয়, সে কথা অনেকেই হয়তো…