দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৮৩ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী। যা গতবারের চেয়েও বেশি।
এইসব শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন জিপিএ-৫ পেয়েছে। যা উত্তীর্ণের মোট সংখ্যার ১০ দশমিক ৮৯ শতাংশ।
সেই হিসাবে এ বছর পাসের হার বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ পয়েন্ট। অপরদিকে পূর্ণাঙ্গ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১ হাজার ৪৪৯ জন শিক্ষার্থী।
গত বছর (২০২৩ সালে) মাধ্যমিক পরীক্ষায় পাস করেছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে গণভবনে মাধ্যমিক পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দেন।
এরপর বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এবারের ফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফলাফল জানতে পারছেন।
এবার পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়েই পূর্ণ সময় এবং পূর্ণ নম্বরে এসএসসি এবং সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি এবং সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়, শেষ হয়েছে ১২ মার্চ।
এই বছর ১১টি শিক্ষা বোর্ডের অধিনে ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী মাধ্যমিক এবং সমমানের চূড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহণ করে, এদের মধ্যে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন পাস করেছে।
যার মধ্যে ৯টি সাধারণ বোর্ডে ৮৩ দশমিক ৭৭ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৭৯ দশমিক ৬৬ শতাংশ ও কারিগরি বোর্ডে ৮১ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। তবে এবারও পাসের হারের দিক দিয়ে এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যা- দু’দিক দিয়েই এগিয়ে রয়েছে মেয়েরা।
ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ, আর ছাত্রীদের মধ্যে ৮৪ দশমিক ৪৭ শতাংশ পাস করেছে।
অর্থাৎ জিপিএ ৫ পাওয়া ১ লাখ ৮২ হাজার ১২৯ শিক্ষার্থীর মধ্যে ৯৮ হাজার ৭৭৬ জন ছাত্রী ও ৮৩ হাজার ৩৫৩ জন ছাত্র।
নীচের এই সাইটটিতে ঢুকেও রেজাল্ট নিতে পারেন:
http://www.educationboardresults.gov.bd/