হুথির হামলায় লোহিত সাগরে দুটি জাহাজে আগুন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরে দেশটির হুথি বিদ্রোদের ছোড়া বিস্ফোণে দু’টি জাহাজে আগুন ধরে গেছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে যে, সম্প্রতি ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন জোটের বিমান হামলার প্রতিবাদে ওই হামলা হয় বলে মনে করা হচ্ছে।

আরব নিউজের এক খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের সমুদ্র পথে বাণিজ্য পরিচালনাকারী সংস্থা জানিয়েছে যে, ২১ আগস্ট সকালে ইয়েমেনের হুদাইদাহ বন্দর হতে ৭৭ নটিক্যাল মাইল দূরে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে হুথিরা।

Related Post

প্রথমে জাহাজটির চারদিকে দস্যুদের দু’টি স্পিডবোট চক্কর দিতে থাকে। এই সময় জাহাজটির নিরাপত্তারক্ষীরা দস্যুদের দিকে গুলি চালালে তারা জাহাজে দু’টি বিস্ফোরক ছুড়ে মারে। এতে করে জাহাজটিতে আগুন ধরে যায় ও এটির ইঞ্জিনও অকেজো হয়ে পড়ে।

গ্রিসের জাহাজ চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, হামলার শিকার বাণিজ্যিক ডি/এক্স সুনিয়ন নামে গ্রিসের পতাকাবাহী জাহাজটি ইরাক হতে সাইপ্রাস যাচ্ছিল। এই জাহাজে ২৫ জন নাবিক ছিল, তারা সকলেই নিরাপদে রয়েছেন বলে জানানো হয়।

অপরদিকে যুক্তরাজ্যের জাহাজ চলাচল সংস্থাটি জানিয়েছে যে, বুধবার বিকালে এডেন সাগরে আরেকটি জাহাজেও হামলা চালিয়েছে হুথি বিদ্রোহিরা। এই হামলায়ও কোনো রকম হতাহতের ঘটনা ঘটেনি। তবে এইসব হামলার দায় এখনও স্বীকার করেনি হুথিরা।

সর্বশেষ গত ৭ আগস্ট হুথি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান যে, সেদিন লোহিত সাগরে তাদের যোদ্ধারা একটি মার্কিন যুদ্ধজাহাজ এবং আরেকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায়।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে গত নভেম্বর হতে ইসরায়েল এবং তার মিত্র দেশগুলোর জাহাজে একের পর এক হামলা চালিয়ে আসছে।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on আগস্ট ২২, ২০২৪ 4:57 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

আবারও বিয়ের পিড়িতে বসলেন সানি লিওন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী ও মডেল সানি লিওন আবারও বিয়ের পিড়িতে বসলেন।…

% দিন আগে

মার্কিন যুক্তরাষ্ট্রে আজ প্রেসিডেন্ট নির্বাচন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর)…

% দিন আগে

ব্র্যাক ব্যাংক এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর বেসিসের

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্যদের জন্য…

% দিন আগে

৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!…

% দিন আগে

অবার এক প্রাকৃতিক সৌন্দর্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পিরিয়ডকালীন কী ধরনের খাবার খেলে রক্তাল্পতার ঝুঁকি এড়ানো যাবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণতভাবে দেখা যায়, বেশিরভাগ মহিলা রক্তাল্পতার ঝুঁকিতেই ভোগেন। পিরিয়ডের সময়…

% দিন আগে