দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড তারকাদের প্রকৃত নাম একেকটা ব্র্যান্ড। তবে তাদের ডাক নাম শুনলে প্রথমে একটু হাস্যকরও মনে হতে পারে। মনে হতে পারে এতো বড় তারকা অথচ এদের ডাক নাম এমন কেনো?
তবে এই হাস্যকর ডাক নামে এই তারকাদের ডাকেন তাদের পরিবার পরিজন এবং কাছের বন্ধুরা। জেনে নিন আপনার পরিচিত বলিউড তারকাদের মজার মজার ডাকনাম সম্পর্কে।
ঐশ্বরিয়া রায় বচ্চন
এই অভিনেত্রী একজন বিশ্বসুন্দরী। সঙ্গে একজন সফল মানুষ হিসেবেও পরিচিতি। কারণ হলো জীবনে সবকিছুই পেয়েছেন এই অভিনেত্রী। যাকে সারা বিশ্ব চেনে তাকে তার আপনজনরা ডাকে ‘গুল্লু’ নামে! এই নামই হলো ঐশ্বরিয়া রায় বচ্চনের ডাক নাম।
মাধুরী দীক্ষিত
যে অভিনেত্রীর হাসিতে পাগল সকলেই। যার অভিনয় এখনও মুগ্ধ করে সবাইকে। সেই অভিনেত্রী মাধুরী দীক্ষিতের ডাক নাম নাকি ‘বাবলি’। কিছুটা হাস্যকর হলেও এই নামেই যে তাকে তার পরিজনরা ডাকেন।
হৃত্বিক রোশন
‘কহো না পেয়ার হ্যা’ ছবি দিয়ে বলিউড অভিষেক করেন এই হার্টথ্রব অভিনেতা। হৃত্বিক নামেই সবাই চেনেন তাকে। তবে তার ডাক নাম হলো ‘ডুগগু’। এই নামেই অবশ্য এখনও নাকি আপনজনরা ডাকে!
কারিনা কাপুর
কারিনার ডাক নাম অবশ্য বিটাউনের প্রায় সবাই জানে। এই নামেই সবাই ডাকে তাকে। তার ডাক নাম হলো ‘বেবো’!
আনুশকা শর্মা
‘রাব নে বানা দে জুরি’ ছবি দিয়ে বি টাউনে পা রাখেন এই অভিনেত্রী। সেখানে ‘তানি’ চরিত্রে অভিনয় করে মন কেড়েছিলেন অনেকের। তবে বাস্তব জীবনে এই অভিনেত্রীর ডাক নাম হলো ‘নুশি’!
শহীদ কাপুর
এক সময়ের ‘শাশা’ যে এখন অনেক বড় একজন তারকা। কদিন পূর্বেই আবার বসেছেন বিয়ের পিঁড়িতে। সেই ছোট্ট শাশা এখন বড় হয়ে গেছেন। নামটা সত্যিই ব্যতিক্রম, ‘শাশা’ই হচ্ছে শহীদ কাপুরের ডাক নাম!
সোনম কাপুর
বলিউডে যতো লম্বা নায়িকা রয়েছে তার মধ্যে একজন হলেন সোনম। সম্ভবত বেশি লম্বা হওয়ার কারণে তার ডাক নাম ‘জিরাফ’। না কোনো চিড়িয়াখানার জিরাফ তিনি ছিলেন না। তার আপনজনরা তাকে আদর করে জিরাফ নামে ডাকতেন এবং এখনও নাকি ডাকেন!
আলিয়া ভাট
বলিউডে তাকে খুব মিষ্টি মেয়ে হিসেবে চেনেন। তবে এই মিষ্টি মেয়ের ডাক নাম হলো ‘আলু’! নামটা হাস্যকরও বটে, তবে ছোটবেলায় আলুর মতোই মানে দেখতে তিনি মোটা ছিলেন, তাই মনে হয় নামটা ‘আলু’ হয়েছিলো!
শ্রদ্ধা কাপুর
‘আশিকি ২’-এর এই অভিনেত্রীকে সবাই জানেন। কিন্তু তার আসল নাম কি তা কিন্তু অনেকেই জানেন না। তার আপনজনরা তাকে ডাকেন ‘চিরকুট’ নামে! এই চিরকুটই বর্তমানে বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন এবং জনপ্রিয় অভিনেত্রী হিসেবে সবার মন জয় করে নিয়েছেন।
বরুণ ধাওয়ান
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন বরুণ। বরুণ বর্তমানে তরুণীদের স্বপ্নের নায়ক। তবে এই স্বপ্নের নায়কের ডাক নাম হলো ‘পাপ্পু’! তাই এখন থেকে তরুণীরা ইচ্ছে করলে আদর করে পাপ্পু নামেও ডাকতে পারেন!
শাহরুখ খান
চলচ্চিত্র দুনিয়ায় পা রাখার পর হতে শাহরুখ খানকে এসআরকে, বলিউড বাদশা এবং কিং খান নামেও ডেকে থাকেন তার ভক্তরা। তবে আপনি জানেন কি বলিউডের এই সুপারস্টারের আরও একটি নাম রয়েছে। যেটি রেখেছেন তার ঘনিষ্ঠ বন্ধু জুহি চাওলা। আর সেটি হলো- লাকি খান।
গোবিন্দ
বলিউডের এক সময়ের সাড়া জাগানো এই অভিনেতার রয়েছে অদ্ভূত একটি ডাকনাম। ভক্ত ও ইন্ডাস্ট্রির সকলেই তাকে চি চি বলেই ডাকেন!
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on অক্টোবর ৬, ২০২৪ 11:44 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে এই ভেষজগুলো প্রতিদিনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হলো ইউটিউব। অনলাইনে আয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর্থ্রাইটিস, অর্থাৎ বাত যে শিশুদেরও হয়, সে কথা অনেকেই হয়তো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো 'প্রিয়তমা'…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে বর্ষবরণের উদ্যাপনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেক প্রতিযোগিতা দেখে থাকি। তবে আজ এমন এক বিচিত্র…