দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইন্টারনেটে ভিডিও শেয়ারের সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য সাইট এখন YouTube.com। তবে এখানে ভিডিও দেখতে হলে আপনাকে অবশ্যই ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে হবে, এটা বেশ সমস্যাজনক বটে। তবে, সুখবর হলো YouTube টিম সম্প্রতি ঘোষণা দিয়েছে যে তারা ব্যবহারকারীদের সুবিধার্থে অফলাইনেও ভিডিও দেখার প্রযুক্তি খুব শীঘ্রই উপহার দেবে।
এই সুবিধাটি সম্ভবত এইমাসেই যুক্ত হতে যাচ্ছে! YouTube টিম তাদের অফিসিয়াল ব্লগ পোষ্টে বলেছে, “নতুন এই সুবিধায় ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগ না থাকলেও স্বল্প পরিসরে ভিডিও দেখতে পাবেন। এতে করে, আপনার ভিডিও সবাই দেখতে পাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই!”
মোবাইল থেকে অ্যাপসের মাধ্যমেও অফলাইনে ভিডিও দেখতে পারবেন, এবং মজার ব্যাপার হলো, অফলাইনে থাকলেও আপনি এড থেকে রেহাই পাচ্ছেন না! হ্যাঁ, অফলাইনে ভিডিও চললেও গুগল তার এডসেন্সের এড নিয়মিত শেয়ার করবে। এই সুবিধা যুক্ত হলে অনেক ইন্টারনেট ব্যবহারকারীই যে টেলিভিশনের চেয়ে অনলাইন ইউটিউবে বেশী আগ্রহী হবে বলে আশা প্রকাশ করেছে YouTube টিম।
উল্লেখ করা প্রয়োজন যে, একজন viewer হিসেবে ভিডিওটি আপনার YouTube একাউন্টে সেভ হয়ে থাকবে, এবং যখনই একবার আপনি ভিডিওটি সেভ করবেন তার পরবর্তী ৪৮ ঘন্টা পর্যন্ত ভিডিওটি ইন্টারনেট ছাড়াই দেখতে পাবেন। তবে প্রথমদিকে কিছু কন্টেন্ট সমস্যা দেখা দিতে পারে যারা ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে দিচ্ছে। নতুন ইউটিউবে ভিডিও আপলোডারদের জন্য কিছু চোখ ধাঁধানো ফিচার নিয়ে আসছে বলে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে।
তথ্যসূত্রঃ The Tech Journal