দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ আধুনিক প্রযুক্তি দিন দিন অভাবনীয় সব আবিষ্কার আমাদের সামনে উপস্থাপন করছে। সেই ধারাবাহিকতায় এবার তৈরি হল 3Doodler কলম, যা দিয়ে আপনি যে কোনো লেখাকে ত্রিমাত্রিক আভা দিতে পারবেন।
বিশ্বের প্রথম এই 3Doodler নামের 3D কলম দিয়ে এখন থেকে আপনি চাইলে যে কোনো কিছুই আঁকতে এবং লিখতে পারবেন, যা দেখতে বাস্তব বলেই মনে হবে। এ কলমটির বিশেষত্ব হচ্ছে এটি দিয়ে আপনি বাতাসেও চাইলে লিখতে পারবেন, একইভাবে কাগজেও! লেখার সেকেন্ডের মাঝে ঐ লেখা শক্ত রুপ নিবে যা দেখতে অনেকটাই বাস্তব মনে হবে।
আমরা সাধারণত এতদিন কাগজে লিখেই অভ্যস্ত এবং কাগজ কলমের সেই লেখা কাগজের গায়ে দাগ টানা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তবে এবার 3Doodler এর মাধ্যমে মানুষ হাওয়ার মধ্যে এবং খাতার মধ্যে ত্রিমাত্রিকভাবে লিখতে বা আঁকতে পারবেন।
যারা এতদিন কাগজে লিখে লিখে কিংবা এঁকে বিরক্ত হয়ে গেছেন, তাদের জন্য 3Doodler দিচ্ছে আঁকা ও লেখার ক্ষেত্রে অসাধারণ মজাদার অভিজ্ঞতা।
3Doodler এমন একটি কলম যাতে আঁকার কালি হিসেবে ব্যবহার করা হচ্ছে ABS Plastic। এই ABS Plastic ব্যবহার করা হয় 3D প্রিন্টারেও। এবং এটি চালাতে কোন কম্পিউটার কিংবা প্রোগ্রামের প্রয়োজন হয় না। এটি চলে একটি সকেটের সাহায্যে। সকেট বিদ্যুতের সাহায্যে গরম হয়ে ভেতরের ABS Plastic নরম করে দেয়, ফলে একটি সুইচ চাপ দিলেই গলিত ABS Plastic বাইরে বের হয়ে আসে এবং একে কালির মত যে কোন আকৃতিতে রূপ দেয়া যাবে। যখন গলিত ABS Plastic দিয়ে কোন কিছু আঁকা হবে এটি সাথে সাথে বাতাসের সংস্পর্শে এসে শীতল হয়ে শক্ত হয়ে যায়; ফলে একে যেকোনো আকৃতি দেয়া যায়।
নিচের ভিডিও’তে দেখে নিন 3Doodler কিভাবে কাজ করেঃ
http://youtu.be/r05gjLfDX2E
3Doodler দিয়ে আপনি যা যা করতে পারবেনঃ
3Doodler দিয়ে আপনি অনেক কিছুই তৈরি করতে পারবেন আগে যা আপনি কল্পনাও করেননি। যেমন:
- যেকোনো প্রতিকৃতির 3D আকৃতি দিতে পারবেন।
- শিশুদের জন্য খেলনা তৈরি করতে পারবেন।
- যেকোনো রকম সৌখিন চিত্র কর্ম তৈরি করতে পারবেন।
- আইফোনের কেসিং, টাচ পেন ইত্যাদিও তৈরি করতে পারবেন।
- আইফেল টাওয়ার থেকে শুরু করে ফ্রান্সের হেলানো মন্দিরও তৈরি করে ফেলতে পারবেন।
এছাড়াও আরো অনেক কিছুই আপনি এই 3Doodler দিয়ে এঁকে তৈরি করতে পারবেন। যাই হোক, এই কলমটার দাম কত হবে, এ ব্যাপারে কলমের প্রস্তুতকারীরা কিছু জানাননি। অন্য দিকে, এই কলমটা বাংলাদেশে কবে আসবে বা আদৌ আসবে কিনা, সে ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না।
ধন্যবাদান্তেঃ nexpected