১০ বছরের নীচের শিশুরাও হৃদরোগের শিকার হচ্ছে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত শিশুদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের সমস্যা দুই প্রকার হয়ে থাকে। প্রথমটি জন্মগত। আর দ্বিতীয়টি জন্মের পর হওয়া সমস্যা। কোন কোন কারণে হৃদরোগ হানা দিতে পারে শিশুর শরীরে সেটি জানা দরকার।

হার্টের সমস্যা কেবল বড়দের হয়, এমনটি কিন্তু নয়, এটি ছোটদেরও হতে পারে। জন্মগতভাবে হার্টের সমস্যা অনেকের থাকে। তবে শিশুদের ক্ষেত্রে আচমকা হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনাও খুবই বিরল। তবে এমন মাঝে-মধ্যেই দেখা যায়। গত মাসে ক্লাসে বসেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বছর আটেকের এক শিশুকন্যার। এই ঘটনাটি ভারতের বেঙ্গালুরুর। আবার দেশটির উত্তরপ্রদেশের আলিগড়ে বছর চারেকের এক শিশুর মৃত্যু হয় হার্ট অ্যাটাকে। স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা চলার সময় আচমকাই হার্ট অ্যাটাক হয় ওই শিশুর। হাসপাতালে নিয়ে বাঁচানো যায়নি তাকে।

এই বিষয়ে দেশটির এক চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেছেন, “শিশুদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের সমস্যা দু’প্রকারের হয়। প্রথমটি জন্মগত। আর দ্বিতীয়টি হলো জন্মের পর হওয়া সমস্যা। জন্মগতভাবে হৃদযন্ত্রের সমস্যা, অর্থাৎ কনজেনিটাল হার্ট ডিজ়িজ় হলে হৃদযন্ত্রটি আকারে স্বাভাবিকের চেয়েও বেশি ছোট কিংবা বড় হতে পারে। পরিশোধিত রক্ত সঞ্চালন ঠিকঠাকভাবে না হওয়া কিংবা হৃদযন্ত্রে ছিদ্র থাকার মতো সমস্যাও হতে পারে। সেইসঙ্গে, পালমোনারি ভাল্‌ভ স্টেনোসিস নামে সমস্যাটি দেখা দিতে পারে।”

Related Post

জন্মগতভাবে হার্টের সমস্যার নেপথ্যে কোনও নির্দিষ্ট কারণ এখন পর্যন্ত দেখা যায়নি। চিকিৎসক জানিয়েছেন, হৃদযন্ত্রে ত্রুটি থাকলেও তা জন্মের সময় ধরা নাও পড়তে পারে। সেই ক্ষেত্রে জন্মের কিছুদিন পর থেকে হৃদযন্ত্রে নানা সমস্যা দেখা দিতে শুরু করে দেয়। যেমন- শিশুর অল্পেই হাঁপ ধরে যাবে। খেলাধূলার সময় ক্লান্ত হয়ে পড়বে, শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। এইসব ছোট ছোট লক্ষণগুলো এড়িয়ে গেলে চলবে না।

এই বিষয়ে শিশুরোগ চিকিৎসক প্রিয়ঙ্কর পালের বক্তব্য হলো, “জন্মগত কিংবা সায়ানোটিক সমস্যায় শুরু থেকেই চিকিৎসা হওয়া দরকার। নন সায়ানোটিকের ক্ষেত্রেও দেখা যায়, শিশুর ওজনই বাড়ছে না। খাওয়াও কমে যাচ্ছে। আবার খাওয়ার সময় শিশু ঘেমেও যাচ্ছে। এমন লক্ষণ দেখা দিলেই সতর্ক হতে হবে।” আবার অনেক সময় উল্টোটাও হয়। চিকিৎসক জানিয়েছেন, শিশুর ওজন যদি বেড়েই যায়, স্থূলত্বও দেখা দেয় ছোট থেকেই, তাহলে তার হাত ধরেই ডায়াবেটিস, হার্টের রোগ দেখা দিতে পারে। আবার কখনও অন্তঃসত্ত্বা অবস্থায় মায়ের যদি রক্তাল্পতা দেখা দেয়, সেই ক্ষেত্রেও তার প্রভাব পড়তে পারে শিশুর হৃদযন্ত্রে। মা-বাবার হাইপারটেনশন থাকলে সন্তানেরও কম বয়স থেকে সেটি দেখা দিতে পারে।

অনেক সময় দেখা যায় যে, শিশুরা বাইরের খাবার কিংবা বেশি তৈলাক্ত খাবার খেতে অভ্যস্ত। দীর্ঘদিন এমন খাবার খেলে তার প্রভাব পড়তে পারে হার্টের উপরেও। বর্তমানে শিশুদের মধ্যে খেলাধুলোর প্রবণতা কমে গিয়েছে। যে কারণে সারাদিন একই জায়গায় বসে পড়াশোনা করা কিংবা গ্যাজেটে অত্যাধিক আসক্তি শিশুদের আলস্য আরও বাড়িয়ে দিয়েছে। শারীরিক কসরতও কম হচ্ছে, যে কারণে ছোট থেকেই গ্যাস-অম্বলের সমস্যাও দেখা দিচ্ছে- যাকে চিকিৎসা পরিভাষায় বলা হয় ‘মেটাবলিক সিনড্রোম’। এই সমস্যা দেখা দিলে পরবর্তী সময় হৃদরোগের আশঙ্কাও অনেকটা বেড়ে যায়। তাই ছোট থেকে শিশুকে সুষম খাবার খাওয়াতে হবে, শরীরচর্চা করার অভ্যাস করাতে হবে। জন্মগতভাবে হৃদযন্ত্রে সমস্যা দেখা দিলে বেশির ভাগ সময় অস্ত্রোপচারের সাহায্যে সেটি ঠিক করা যেতে পারে। জন্মের কিছু সময় পর যদি হার্টের ত্রুটি দেখা দেয়ও, তা হলেও অস্ত্রোপচার কিংবা ওষুধ কাজে দেবে। সেইসঙ্গে চিকিৎসকের কাছে গিয়ে চেকআপ করিয়ে নেওয়া খুবই জরুরি। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on জানুয়ারী ২১, ২০২৫ 12:17 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

বরফে আচ্ছাদিত রাস্তা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শীতে ঠোঁট ফাটা হতে রক্ষা পেতে করণীয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…

% দিন আগে

নাসার রোভার মঙ্গল গ্রহে বজ্রপাতের সম্ভাব্য শব্দ ধারণ করলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…

% দিন আগে

স্বাস্থ্য সচেতন হতে হলে আপনাকে অবশ্যই পেয়ারা খেতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য সচেতন জীবনের অন্যতম শর্ত হলো সঠিক খাবার বেছে নেওয়া।…

% দিন আগে

ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার না বলা কথা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার জীবনের অভিজ্ঞতার…

% দিন আগে

যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য ‘মেঘে ভাসমান’ বাড়ি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক বাসিন্দা তার বাড়ি বিক্রির বিজ্ঞাপনে লিখেছেন-“ফ্লোটিং…

% দিন আগে