দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পণ্ডিত রবি শংকরের মেয়ে আনুশকা শংকর এবার যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন। তিনি এ বিষয়ে একটি ভিডিও প্রকাশ করবেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।
বিশ্ব জুড়ে যেনো যৌন নির্যাতন একটা ম্যানিয়াতে পরিণত হয়েছে। বিশেষ করে ভারতে এর প্রভাব সামপ্রতিক সময়ে বেশি দেখা যাচ্ছে। দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের দায়ে ইতিমধ্যেই ৩ ভারতীয়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
এবার নতুন করে সচেতনতা তৈরিতে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রবাদ পুরুষ পণ্ডিত রবি শংকরের মেয়ে আনুশকা শংকর উদ্যোগ নিয়েছেন। মা-বাবারই এক আস্থাভাজনের কাছে শৈশবে যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন আনুশকা। আর সেই দুঃসহ স্মৃতিটি এক ভিডিওর মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দেবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন। বিবিসি অনলাইনসহ বিভিন্ন প্রচার মাধ্যম এ খবর দিয়েছে।
জানা গেছে, পেশায় সংগীতজ্ঞ আনুশকা বিবিসি রেডিও ফোরের ফ্রন্ট রো অনুষ্ঠানে এসব কথা বলেন। মূলত নয়াদিল্লিতে চলন্ত বাসে ধর্ষিত ও নিহত প্যারা মেডিক্যাল ছাত্রীর স্মরণেই এ সিদ্ধান্ত নিয়েছেন শংকরকন্যা। আনুশকা তার প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি তার এই ভয়াবহ অভিজ্ঞতা লন্ডনে তার বাড়িতে ভিডিওর মাধ্যমে ধারণ করবেন। ওই ভিডিও ক্লিপটি দিল্লির চলন্ত বাসে ধর্ষিত মেডিক্যালছাত্রীর স্মৃতির উদ্দেশ্যে প্রচার করা হবে।
সিংগীতজ্ঞ আনুশকা আরও বলেন, মানুষের এটি বোঝা উচিত যে, এ ধরনের ঘটনা যে-কারও সঙ্গে যে-কোনও জায়গায় ঘটতে পারে। এছাড়া আনুশকা বলেছেন ওই মেডিক্যালছাত্রীর স্মরণে তার নামে একটি গানও গাইবেন।
বিবিসি রেডিও ফ্রন্ট রোয়ের উপস্থাপক জন উইলসনকে ৩২ বছর বয়সী রবি সংকর তনয়া এ সংগীতজ্ঞ বলেন, ‘এ বিষয়টি আমি কখনোই মিডিয়ার সামনে বলিনি।’