গরম পড়ছে: শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র খুলতেই চোখ ছানাবড়া!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার এক ভিডিওতে দেখা গেছে, খাটের উপর দাঁড়িয়ে এসি পরিষ্কার করছেন এক প্রৌ়ঢ়। যন্ত্রের উপরের ঢাকনা খুলতেই তাজ্জব বনে যান তিনি! কী ছিলো সেখানে?

গরমকাল এগিয়ে আসায় বাড়িতে বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র সাফাই ও সারাইয়ের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তেমনি একটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র পরিষ্কার করার সময় তাজ্জব বনে যান এক বাড়ি মালিক। ওই যন্ত্রের ঢাকনা খুলতেই তার ভিতর থেকে কিলবিল করতে দেখা গেলো একাধিক সাপ!

অবিশ্বাস্য মনে হলেও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। ওই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে উঠে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিওটি।

Related Post

সম্প্রতি ‘তেলুগু স্ক্রাইব’ নামে এক্স হ্যান্ডল হতে ভিডিওটি পোস্ট করা হয়। ইতিমধ্যেই লক্ষাধিক বার দেখা হয়েছে সেই ভিডিওটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গেছে। ভিডিয়োটি নেটমাধ্যমে ব্যাপক হইচই ফেলেছে। কীভাবে সাপগুলো শীতাতপ যন্ত্রের ভিতর প্রবেশ করলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on মার্চ ১৭, ২০২৫ 1:48 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

View Comments

Recent Posts

গরমে ফিট থাকতে পানি খাওয়ার পরিমাণ কী বাড়াতে হবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিকিৎসকরা বলেছেন, এই পরিস্থিতিতে সুস্থ থাকতে চাইলে বেশি করে পানি…

% দিন আগে

মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা পণ্যে ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে আজ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আজ বুধবার (৯ এপ্রিল) হতে চীনা…

% দিন আগে

শিশু চকোলেট খেতে ভালোবাসে? বাড়িতেই বানিয়ে দিন স্বাস্থ্যকর উপায়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শিশুরা চকোলেট খাওয়ার জন্য আবদার করে সব সময়। তবে শরীরের…

% দিন আগে

আসছে মোশাররফ করিমের নতুন সিনেমা ‘কুরবাবু’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত ঈদে মুক্তি পেয়েছে মোশাররফ করিমের চলচ্চিত্র ‘চক্কর’। সিনেমাটি নিয়ে…

% দিন আগে

বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হচ্ছে আজ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশে আজ বুধবার (৯ এপ্রিল) হতে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করতে…

% দিন আগে

মানসিক সুস্থতার জন্য বেশি বেতনের চাকরি ছেড়ে ক্যান্টিনে কাজ তরুণীর!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনৈকা তরুণী ২০২২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর একাধিক…

% দিন আগে