Categories: বিনোদন

মা দিবসের বলিউডের পাঁচ মা-ভক্ত তারকার কথা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বছরের প্রতিটি দিনই মায়ের দিন হলেও প্রতিবছর মা দিবস এলে মাদের নিয়ে উঠে আসে নানা তথ্য। আন্তর্জাতিক মাতৃদিবসে বিশেষভাবে মায়েদের জন্য প্রায় সবাই উদ্‌যাপন করার সুযোগ হাতছাড়া করেন না।

তারকারাও এই দিনটি মায়েদের সঙ্গে উদ্‌যাপনের সুযোগ ছাড়েন না। যদিও বলিউডের এমন কয়েকজন তারকা রয়েছেন যাদের ধ্যানজ্ঞানই হচ্ছে তাদের মা। তারা মায়ের কথায় তারা ওঠেন-বসেন। কেও কেও আবার প্রেমিকার মধ্যেও খোঁজেন মায়ের গুণ। কেও আবার মায়ের মন রাখতে ভেঙে দিয়েছেন নায়িকার সঙ্গে সম্পর্কও। আনন্দবাজার অবলম্বনে বলিউডের পাঁচ মা-ভক্ত তারকা ও তাদের কার্যকলাপ নিয়ে এই প্রতিবেদন।

সালমান খান ও তার মা সালমা খান

Related Post

৬০-এর দোরগোড়ায় পৌঁছেও তিনি এখনও অবিবাহিত। যদিও প্রেম এসেছে বহু বার। তবে কখনও থিতু হওয়া হয়নি সালমান খানের। একটা সময় তাকে বারবার প্রশ্ন করা হয়েছে কবে তিনি বিয়ে করবেন? কখনও একই প্রশ্ন শুনে মেজাজ হারিয়েছেন, আবার কখনও মুচকি হেসে উত্তর দিয়েছেন সঠিক মানুষ পেলে নিশ্চয়ই বিয়ে করবেন। তবে সালমানের বাবা খ্যাতনামা চিত্রনাট্যকার সেলিম খান অবশ্য সালমানের বিয়ে না হওয়ার নেপথ্যে দায়ী করেছেন তার মা সালমা খানকে। আসলে সালমানের মাতৃপ্রেম এতোটাই যে, যখন কোনো নারী তার জীবনে আসেন, তাদের মধ্যে নিজের মা’কে খুঁজতে থাকেন। সেখানেই শুরু হয়ে যায় সংঘাত। যে ধরনের স্নেহ-ভালোবাসা তিনি খোঁজেন সেটি দিতে না পারলেই শুরু হয় মনোমালিন্য।

অভিষেক বচ্চন ও তার মা জয়া বচ্চন

বলিউডের অন্যতম মা-ছেলে জুটি জয়া বচ্চন এবং অভিষেক বচ্চন। ছোটবেলা থেকেই নাকি মায়ের খুব বাধ্য তিনি। শুধু তাই নয়, অমিতাভ-কন্যা শ্বেতার দাবি মায়ের নয়নের মণি অভিষেক। মায়ের বাধ্য ছেলে নাকি অমিতাভ-পুত্র। বছর দেড়েক ধরে বচ্চন পরিবারের অন্দরে চলছে অশান্তি। বলিউডে কানাঘুষো স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন নাকি বাড়ি ছেড়ে বেরিয়েও যান সে কারণেই। সেই সময়ও নাকি অভিষেক মায়ের পক্ষই নেন। এ যেনো অনেকটা বাংলা ছবি ‘রক্তলেখা’য় চিরঞ্জিতের সংলাপের মতোই- ‘বৌ হারালে বৌ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না।’

গত বছর আম্বানিদের বাড়ির বিয়েতেও অভিষেকেও এসেছিলেন মা-বাবার সঙ্গে। আর মেয়েকে নিয়ে আলাদা আসেন ঐশ্বরিয়া। এক সময় জয়া নিজেই জানান যে, অভিষেকের স্ত্রী হিসেবে ঐশ্বরিয়াকেই পছন্দ হয়েছে বচ্চন পরিবারের। শোনা যায় যে, এক সময় এক বাঙালি অভিনেত্রীর সঙ্গে নাকি সম্পর্কে জড়ান অভিষেক তবে জয়ার সম্মতি না থাকায় ভেস্তে যায় সেই প্রেম।

রণবীর কাপুর ও তার মা নীতু কাপুর

বলিউডের অন্যতম চর্চিত মা-ছেলে জুটি রণবীর কাপুর এবং নীতু কাপুর। আলিয়া ভাটের সঙ্গে বিয়ে করে ইতিমধ্যেই সংসারী হয়েছেন রণবীর। এক কন্যাসন্তানের বাবাও তিনি। যদিও বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেতা। দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা কাইফ, সোনম কাপুর, নার্গিস ফখরিদের সঙ্গে নাম জড়িয়েছে তার। তবে রণবীরের মা সেই সব সম্পর্ক মানতে একেবারেই নারাজ। শোনা যায়, কেবলমাত্র দীপিকার সঙ্গে সম্পর্কেই সম্মতি দিয়েছিলেন নীতু। অন্যগুলো মানতেই চাননি। এদিকে একসময় ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের সম্পর্ক নিয়েও বিস্তর চর্চা হয়। রণবীরের চাচাতো বোন কারিনা তো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এসে ক্যাটরিনাকে বৌদি বলেই সম্বোধন করে বসেন। যদিও হ্যাঁ বা না কিছুই বলেননি রণবীর। পরে শোনা যায় মা নীতুর আপত্তিতেই সেই সম্পর্ক পরিণতি পায়নি শেষ পর্যন্ত। তবে আলিয়াকে প্রথম থেকেই পছন্দ ছিল নীতুর। শোনা যায়, মায়ের পছন্দেই নাকি শেষ পর্যন্ত বিয়ে করেছেন রণবীর।

করণ জোহর ও তার মা হিরু জোহর

করণ জোহরের মা হলেন হিরু জোহর। খুব ছোটবেলা থেকেই করণ তার মায়ের ন্যাওটা। মায়ের সঙ্গে শৈশবের বেশির ভাগ সময় কাটান তিনি। যখন সারোগেসির মাধ্যমে দুই সন্তানের জন্ম দেন করণ, তখন নাকি মা হিরুই সাহস জুগিয়েছিলেন। নিজের যৌন অভিরুচির কথা মাকে জানিয়েছিলেন সকলের আগে। করণের জীবনের সব সিদ্ধান্তেই তার মা ঢাল হয়ে দাঁড়িয়েছেন।

সঞ্জয় লীলা বানসালী ও তার মা লীলা বানসালী

মাতৃভক্তির দিকে পরিচালক সঞ্জয় লীলা বানসালীর কাছে হার মানবেন দুনিয়ার তাবত মানুষ। খ্যাতনামা এই পরিচালক নিজের নামেও রেখেছেন মায়ের ছোঁয়া। তার নাম ছিল কেবল সঞ্জয়। মায়ের নাম মাঝে যোগ করেই হয়েছেন সঞ্জয় লীলা বানসালী। পুরস্কার বিতরণী অনুষ্ঠান বা পার্টিতে মায়ের সঙ্গে সব সময় দেখা যায় সঞ্জয়কে। তার মতো ছেলে পেয়ে খুশি সঞ্জয়ের মা’ও।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on মে ১২, ২০২৫ 12:07 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

“ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে’: মমতা বন্দ্যোপাধ্যায়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…

% দিন আগে

তুরস্কে বিড়াল পেল নাগরিকত্বের স্বীকৃতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…

% দিন আগে

এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শসার পুষ্টিগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…

% দিন আগে

অ্যাপল ও গুগল সাইবার হামলার বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…

% দিন আগে

টমেটোর গুণাগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…

% দিন আগে