দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামীকাল ১৮ অক্টোবর সন্ধা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
আজ সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সন্ধা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। শেখ হাসিনার ওই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
যেহেতু তত্ত্বাবধায়ক ইস্যুতে দেশ এক অস্থিতিশীল পরিস্থিতির সম্মুখিন। আর তাই সরকারের শেষ সময়ে এসে জাতির উদ্দেশ্যের এই ভাষণ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হচ্ছে।