দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী জিয়া খান আত্মহত্যার পর নানা গুঞ্জন শোনা গেলেও নতুন করে জিয়া খানের মা অভিযোগ করেছেন তার মেয়েকে হত্যা করা হয়েছে।
গতকাল ১৭ অক্টোবর গণমাধ্যমে জিয়া খানের মায়ের এই বক্তব্য প্রকাশ পেয়েছে। জিয়া খানের মা বলেছেন, তার মেয়ে আত্মহত্যা করেননি, তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি তার মেয়ে হত্যার বিচার চান।
জিয়ার মা এ ব্যাপারে পুলিশের কাছে লিখিতভাবে আবেদনও করেছেন বলে গণমাধ্যম সূত্র নিশ্চিত করেছে। জিয়ার মা অভিযোগ করে বলেছেন, পুলিশ বিষয়টিকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না।
উল্লেখ্য, গত ৩ জুন রাতে গলায় রশি দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃতবলে ঘোষণা করেন। তার মৃত্যু নিয়ে এরপরই শুরু হয় নানা জল্পনা-কল্পনা। জিয়া খানের বন্ধু সুরুজ পাঞ্জালিকে পুলিশ এক পর্যায়ে গ্রেফতার করে।