দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের শীর্ষস্থানীয় মোবাইল জায়ান্ট নোকিয়া সম্প্রতি ‘Nokia Lumia 2520’ নামক Windows RT ভিত্তিক ট্যাবলেটের ছবি প্রকাশ করেছেন। ট্যাবলেটটি নোকিয়ার নির্মাণ করা সর্বপ্রথম Windows RT ট্যাবলেট।
লুমিয়া সিরিজের ফোনগুলোর মত নোকিয়ার লুমিয়া ২৫২০ ট্যাবলেটটিও পলিকার্বনেটে তৈরি। লাল, সাদা, কালো অথবা নীল- সবুজ রঙের মিশ্রণে হবে Nokia Lumia 2520 ট্যাবলেটটি। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে উইন্ডোজ ৮.১ RT, একই সাথে ট্যাবলেটটি ফোর জি মোবাইল প্রযুক্তিভিত্তিক। রয়েছে ২.২ গিগাহার্জ গতির Snapdragon Quadcore ৮০০ CPU, চমৎকার রঙ ও দর্শন কোণ সমৃদ্ধ ১০.১ ইঞ্চি (১৯২০ x ১০৮০ পিক্সেল) স্ক্রিন, জেইস অপটিক্স ভিত্তিক ৬.৭ এফ/১.৯ মেগাপিক্সেলের ক্যামেরা। সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরাসমৃদ্ধ ট্যাবলেটটির আরো আছে উন্নত প্রযুক্তির ৮০০০ mAh ব্যাটারি, ডাটা প্রতিস্থাপনের জন্য রয়েছে ইউএসবি পোর্ট ৩। মূল ট্যাবলেটের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে ‘Nokia Lumia 2520’ এর সাথে একটি ব্যাটারি যুক্ত আলাদা কিবোর্ড অ্যাক্সেসরি ‘পাওয়ার কিবোর্ড’ পাওয়া থাকবে, দ্রুত চার্জ করার সিস্টেম থাকায় ৮০০০ এমএএইচ মানের ব্যাটারির শূন্য থেকে ৫০% চার্জ হতে সময় লাগবে ৪০ মিনিটের কম।
নোকিয়ার এই ট্যাবলেটের মূল্য ধরা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার (বাংলাদেশী প্রায় ৪০০০০ টাকা।) তবে বাড়তি ১৪৯ ডলার (প্রায় ১২০০০ টাকা) খরচ করলে পাওয়া যাবে Surface-স্টাইল ‘পাওয়ার কিবোর্ড’ (বিল্ট-ইন ব্যাটারি যুক্ত)। চলতি বছরের শেষ নাগাদ বাজারে আসবে এটি – সেই পর্যন্ত অপেক্ষায় করতে হবে সবার।
তথ্যসূত্রঃ দ্য টেক জার্নাল
This post was last modified on অক্টোবর ২৫, ২০১৩ 12:30 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…