দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন গোয়েন্দা সংস্থার আড়িপাতার ফাঁদে পড়বেন না ভারতের প্রধানমন্ত্রী। কারণ তিনি ই-মেইল ও মুঠোফোন কোনটিই ব্যবহার করেন না।
বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো যখন মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন নজরদারির কবলে তখন ভারতের প্রধানমন্ত্রী সেদিক থেকে সম্পূর্ণভাবে নিরাপদ। গতকাল শুক্রবার এনডিটিভি’র বরাত দিয়ে প্রথম আলো অনলাইন এ তথ্য প্রকাশ করেছে।
সংবাদ মাধ্যমের খবরে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা গতকাল ২৫ অক্টোবর এক প্রতিবেদনে দাবি করে, এনএসএ বিশ্বের শীর্ষস্থানীয় ৩৫ জন নেতার ফোনে আড়ি পেতেছেন।
এনডিটিভি মার্কিন নজরদারির বিষয়ে মনমোহন অবহিত কি না জানতে চাইলে প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বলেন, তিনি ব্যক্তিগত ই-মেইলও ব্যবহার করেন না। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মুঠোফোনও নেই।