দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ মাইক্রোসফট এবং নোকিয়া মিলে স্মার্টফোনের বাজারে এন্ড্রয়েডের সাথে তাল মিলিয়ে উইন্ডোজ ফোন বাজারে আনার পর মাইক্রোসফট কি এবার নোকিয়া উইন্ডোস ৯৫ অপারেটিং সিস্টেমের স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে? অন্তত সম্প্রতি ইন্টারনেটে মুক্তি পাওয়া ভিডিও তো তাই বলছে। কিন্তু আসলেই কি তাই?
মাইক্রোসফট কিংবা নোকিয়া – কোন পক্ষ থেকেই আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেমের নোকিয়া উইন্ডোজ ৯৫ ফোন বাজারে আনার বিষয়ে। তবে ইন্টারনেট জুড়ে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে, নোকিয়া উইন্ডোজ ৯৫ নামের একটি মোবাইল ফোন নিয়ে আসছে মাইক্রোসফট-নোকিয়া!
এই আধুনিক যুগে মাইক্রোসফট এবং নোকিয়া এতো পুরোনো সময়ের একটি অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন বাজারে আনছে, এমন খবরে অনেকেই অবাক না হয়ে পারছেন না।
তবে ভিডিওতে বলা হচ্ছে মাইক্রোসফট-নোকিয়া তরুণ ব্যবহারকারীরা মনে করছেন, বর্তমানে বাজারে থাকা নোকিয়া উইন্ডোজ ফোন সমূহ থেকে উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেমের কোন ফোন অনেক ভালো ব্যবসা করবে। ভিডিও’টি তে এমনভাবে খবর প্রকাশ করা হয়েছে যে মাইক্রোসফট এবার বাজারে আনতে যাচ্ছে উইন্ডোজ ৯৫ স্মার্ট ফোন! – যা দেখে যে কেউ বোকা হতে পারে!
অন্য দিকে ভিডিওতে এই নতুন সেটের এমন কিছু সুবিধার কথা জানানো হয়েছে যা শুনে হাসির উদ্রেগ হওয়াটাই স্বাভাবিক। যেমন ভিডিওতে দেখানো হয়েছে মোবাইলটি ইন্টারনেট এক্সপ্লোরার এ কোন প্রোগ্রাম চালু হওয়ার সময় এক ধরনের আওয়াজ করবে!
বোঝাই যাচ্ছে, এই ভিডিওটি কেবল একটি তামাশা ছাড়া আর কিছুই নয়। তবে মাইক্রোসফট এবং নোকিয়ার যৌথ প্রয়াসে বর্তমানে স্মার্টফোন বাজার যেভাবে নোকিয়া হারাচ্ছে তাতে একদিন যদি হতাশ নোকিয়া সত্যি মাইক্রোসফটের উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেমের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়ে বসে, তবে অবাক হওয়ার কিছুই নেই।
চলুন দেখা নেয়া যাক সেই ভিডিও’টিঃ
ধন্যবাদান্তেঃ দি টেক জার্নাল