দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি দর্শকদের ভোটে হলেন এ বছরের সেরা যৌনাবেদনময়ী তারকা। সম্প্রতি একটি বাংলা গানে ঠোঁট মিলিয়েছেন তিনি যে ঘটনা ফিল্ম মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে।
আলী আব্বাস জাফর পরিচালিত ‘গুন্ডে’ মুভিতে বাংলা গান গাইতে দেখা যাবে তাকে। গানটিতে কন্ঠ দিয়েছেন মোনালি ঠাকুর এবং লিপসিং করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। জানা গিয়েছে পশ্চিমবঙ্গের ২৪ পরগণায় গানটির এবং একইসাথে মুভির দৃশ্যধারণ করা হয়েছে। গানটির লিরিক লিখেছেন পরাণ যায় জ্বলিয়া রে’ খ্যাত গীতিকার গৌতম-সুস্মিতা এবং গানটি কমেডি ধাঁচের।
গানটিতে ঠোঁট মেলানোর ব্যাপারে বাংলা ভাষা শ্রুতিমধুর বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এটিই এই অভিনেত্রীর প্রথম কোন বাংলা গানে লিপসিং করা। গানের কথা খুব পছন্দ করেছেন তিনি এবং দর্শক – শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
বর্তমানে হিন্দি মুভি বা মিউজিক জগতে বিভিন্ন ভাষার মিক্সড গানগুলো প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে। সেই সূত্র ধরেই ‘গুন্ডে’ মুভির গানে হিন্দির সাথে বাংলা মিক্সড গান দেখা যাবে। এমনটিই জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
গানটিতে প্রিয়াঙ্কা চোপড়াকে আশির দশকের তরুণীর রুপে দেখা যাবে এবং পরিধান করেছেন জামদানি শাড়ি। মজার ব্যাপার হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া পরিচালকের পরামর্শে ঢাকাই শাড়ি পরেছেন এবং শাড়িটি আমাদের ঢাকা থেকে অর্ডার দিয়ে নেয়া হয়েছে এবং জামদানি শাড়ি পরিহিত অবস্থায় তাকে দারুন লেগেছে।
গানটির দৃশ্যে প্রিয়াঙ্কার সাথে দেখা যাবে রণবীর সিং এবং অর্জুন কাপুরের সাথে – এই দুই অভিনেতা বাপ্পী লাহিড়ীর কণ্ঠে লিপসিং করেছেন।
‘গুন্ডে’ মুভিতে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করেছেন অর্জুন কাপুর, ইরফান খান এবং মুভির অধিকাংশ দৃশ্যই পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে ধারণ করা হয়েছে এবং যতদূর জানা গিয়েছে মুভিটি ২০১৪ সালে ১৪ ফেব্রুয়ারিতে থিয়েটারে মুক্তি দেওয়া হবে।
উল্লেখ্য, প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি মিউজিকের সাথে নিজেকে জড়িয়েছেন এবং ‘ইন মাই সিটি’ এবং ‘এক্সোটিক’ নামে দুটি আন্তর্জাতিক মানের মিউজিক ভিডিওতে কাজ করে ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছেন।
তথ্যসূত্রঃ মিডিয়া টাইমস ২৪