দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ আপনি কি বাঁহাতি নাকি ডানহাতি? অবাক হচ্ছেন হটাৎ কেন এই প্রশ্ন? হ্যাঁ এর কারণ আছে, সম্প্রতি গবেষকরা জানিয়েছেন বাঁহাতি’রা ডানহাতি দের থেকে বেশী মানসিক রোগে ভোগেন।
আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গবেষণায় দেখেছেন, বাঁহাতি মানুষ অনেক বেশী মানসিক রোগ যেমন সিজোফ্রেমিয়া তে ভোগে। সিজোফ্রেমিয়া রোগে আক্রান্তদের উপর চালানো এক গবেষণায় দেখা যায় এসব রোগীদের ৪০% হচ্ছে বাঁহাতি! উল্লেখ্য বর্তমান বিশ্বের ১০ শতাংশ মানুশ বাঁহাতি।
গবেষণা দলের একজন সদস্য Jadon Webb বলেন, “ আমাদের এই গবেষণায় দেখা যাচ্ছে বেশীরভাগ বাঁহাতি মানুষ মানসিক রোগে ভুগেন ফলে বাঁহাতি মানুশের মানসিক রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশী।”
মনোবিজ্ঞানী Nick Craddock বলেন, “ এই গবেষণা হাতের কার্যকারিতা এবং মানসিক বিকাশ দুই এর সাথে সম্পর্ক স্থাপন করেছে এবং দেখিয়েছে হাতের সক্ষমতা কিভাবে মগজের কাজে প্রভাব ফেলে। এর ফলে আমরা সিজোফ্রেমিয়া রোগীদের বিষয়ে বিশেষ ধারণা পাব এবং আরো ভালো চিকিৎসা প্রদানে সমর্থ হব। এটি মানসিক রোগ যেমন সিজোফেমিয়া বিষয়ে সবাইকে আরো বিশেষ ধারণা দিবে, একই সাথে বুঝতে সাহায্য করবে মনোরোগ কিভাবে শরীর দারা প্রভাবিত হয়।”
পৃথিবীর অধিকাংশ লোকই মূলত ডান হাতে তাদের কাজকর্ম করে থাকে। কিন্তু পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ লোক তাদের অধিকাংশ কাজের জন্যে ব্যবহার করে তাদের বাম হাতটিকে। মানব ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, দুনিয়ার অনেক প্রতিভাবান লোকই ছিলেন বাঁহাতি। আরও মজার বিষয় হচ্ছে বর্তমানে সর্বক্ষেত্রে বাঁহাতিদের জয়-জয় কার। যেমন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা বাঁহাতি, একই সাথে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুস বাঁহাতেই লিখতেন। যুক্তরাজ্যের রাজকুমার উইলিয়ামস একজন বাঁহাতি এবং ব্রিটেনের প্রধান মন্ত্রী ডেভিড ক্যামেরুন’ও বাঁহাতি।
এই গবেষণাটি প্রকাশিত হয়েছে Sage Open নামক জার্নালে।
সূত্রঃ দি টেকজার্নাল
This post was last modified on জুলাই ১০, ২০২৪ 12:45 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটু হাঁটাহাঁটি করলেই দরদর করে ঘাম হচ্ছে। যতোদিন এগোবে, গরম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের কারণে বিশ্বব্যাপী পণ্যের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের ক্ষুদ্রতম পেসমেকারটি ছোট একটি চালের দানার মতো আকার। এতেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের শিল্পী সমাজের একাংশ প্রতিবাদ জানিয়েছেন ফিলিস্তিনে ইসরায়েলের চালানো গণহত্যার।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার কারণে ৫ বাংলাদেশিসহ চার শতাধিক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাছে ঝুলন্ত একটি কুমিরকে লেজ দিয়ে পেঁচিয়ে ফেলেছে এক অজগর।…