দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ ২০১১ সালে জাপানের Fukushima পরমাণু কেন্দ্রে ভয়ংকর পারমাণবিক বিপর্যয়ের ২ বছর পর অবশেষে জাপান সরকার সেখান থেকে পারমাণবিক জ্বালানি সরিয়ে নেয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন।
জাপান সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রায় ১,০০০ পারমাণবিক জ্বালানির রড Fukushima থেকে সরিয়ে অন্যত্র আরেকটি পারমাণবিক কেন্দ্রে নেয়া হবে যেখানে নিরাপত্তার সকল ব্যবস্থাই রয়েছে। বর্তমানে এসব জ্বালানি রড সমূহ Fukushima কেন্দ্রের নিচে পুলে ডুবানো রয়েছে যার মাঝে ১৩০০ টি ব্যবহৃত এবং ২০০ টি নতুন রয়েছে। তবে জ্বালানি রড সমূহ অতোটা ভারী নয় প্রতিটা লম্বায় ১3 ফুট। তবে এসব পারমাণবিক জ্বালানি রড প্রত্যেকটা অন্যত্র সরিয়ে নেয়ার ক্ষেত্রে থাকছে পারমাণবিক বিপর্যয়ের ভয়।
এদিকে জাপানের পারমাণবিক রেগুলেশানের চেয়ারম্যান Shunichi Tanaka বলেছেন, “ এসব পারমাণবিক জ্বালানি সমৃদ্ধ রড সমূহ অন্যত্র সরিয়ে নেয়া অত্যন্ত ঝুঁকি যুক্ত কাজ, কারণ এখান থেকে কোন কারণে যদি পারমাণবিক বিপর্যয় ঘটে তা ভয়ংকর পরিণতি নিয়ে আসতে পারে।”
Shunichi Tanaka এরও বলেন, “এসব পারমাণবিক জ্বালানি সমৃদ্ধ রড অন্যত্র সরিয়ে নিতে আমরা আলাদা বিশেষায়িত ক্রেন তৈরি করেছি যা খুব সাবধানতার মাধ্যমে নিজেদের কাজ সম্পাদন করবে। কাজ শেষে এসব ক্রেন জাপানের অন্যান্য পারমাণবিক স্থাপনার নানান কাজে ব্যবহার করা হবে।”
যদিও এই কাজে যথেষ্ট ঝুঁকি রয়েছে তবে জাপানের সরকার মনে করছেন যত দ্রুত এখান থেকে পারমাণবিক জ্বালানি নিরাপদে অন্যত্র সরিয়ে নেয়ার ব্যপারে। এক মাস ধরে এসব পারমাণবিক জ্বালানি সমৃদ্ধ রড Fukushima পারমাণবিক কেন্দ্র থেকে সরিয়ে নেয়ার কাজ চলবে। তবে যত দ্রুত এসব পারমাণবিক রড Fukushima থেকে নিরাপদ যায়গায় সরিয়ে নেয়া হবে তত দ্রুত জাপান এবং Fukushima নিরাপদ হবে।
সূত্রঃ দিটেকজার্নাল