দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কম দামে আইফোন আসছে সারা বিশ্বে – এই নিয়ে জল্পনার শেষ নেই। ধারণা করা হচ্ছে চলতি বছর জুন মাসেই আইফোনপ্রেমীরা নতুন আইফোন ৫এস এর দেখা পেতে পারেন। নতুন আইফোন ৫এস বর্ণিল রঙে পাওয়া যাবে।
মনে করা হচ্ছে নোকিয়া লুমিয়া ৯২০ এর মতই অ্যাপল এর আইফোন ৫এস-এ বর্ণিল কেসিং থাকতে পারে। জাপানীজ ব্লগ মাকোটাকারার রিপোর্ট থেকে জানা যায়, অ্যাপল ৫এস কম দামে এবং অনেক রঙে পাওয়া যাবে। সস্তা আইফোন এর রং গুলো হতে পারে নেভি, সোনালী, কমলা, সাদা কিংবা গ্রে রঙের। আবার সাদা, গোলাপি, সবুজ, নীল বা হলুদ রঙেরও হতে পারে।
মাকোটাকারা সূত্র মতে, আসছে জুন মাসে পরীক্ষামূলকভাবে ১,০০০টি আইফোন বাজারে আসতে পারে। ভোক্তা মতামত এবং মান এর পরীক্ষা সফল হলে জুলাই-সেপ্টেম্বর মাসে ডিভাইসটি পূর্ণ বাজারজাতকরণ যেতে পারে। সেটগুলোর মূল্য রাখা হবে ৩০০ থেকে ৪০০ ডলারের মধ্যে। সেটগুলোর কেসিং হবে পলি কার্বোনেট দ্বারা তৈরি। বলা হচ্ছে পলি কার্বোনেট দ্বারা কেসিং তৈরির কারণেই আইফোন ৫এস তৈরির খরচ অনেক কমিয়ে আনা সম্ভব হয়েছে। এ ছাড়াও ব্যাটারির ক্ষমতা উন্নয়ন করা হচ্ছে। একই সঙ্গে আইফোনের দাম কমিয়ে আনতে আইফোন ৫এস মডেলের উন্নয়ন করা হচ্ছে বলেও জানা গেছে। এ প্রসঙ্গে অ্যাপলের গবেষণা প্রতিষ্ঠান কেজিআই সিকিউরিটিজের গবেষক মিঙ্গ চি কু জানান, “আইফোনের দাম কমিয়ে আনতে আইফোন ৫এস মডেলের উন্নয়ন করা হচ্ছে।”
তথ্য অনুযায়ী, আইফোন ৫এস স্মার্টফোনে থাকবে আইপ্যাডের চতুর্থ সংস্করণে ব্যবহূত এ৬এক্স প্রসেসর, নেয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) প্রযুক্তি। এ স্মার্টফোনটি চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক এলটিই (LTE) সমর্থন করবে। ডিভাইসটিতে থাকছে ১৩ মেগাপিক্সেল এর উন্নত ক্যামেরা। এছাড়া ফ্রন্ট ক্যামেরায় ২ মেগাপিক্সেল দিয়ে দিয়ে এইচডি মানের (১০৮০পি) ভিডিও ধারণ করাও সম্ভব হবে। ডিভাইসটিতে ক্যামেরার নতুন প্রযু্ক্তি ডুয়েল শট ফাংশনাবিলিটি থাকছে। যার ফলে একই সাথে দুটি ক্যামেরা দিয়ে ছবি তোলা এবং ভিডিও ধারণ করা সম্ভব হবে। অবশ্য এই প্রযুক্তিটি ইতোমধ্যে এলজি অপটিমাস জি প্রো এবং স্যামসাং এস৪ ব্যবহার করেছে। চীনের ফক্সকন কারখানায় তৈরি হবে নতুন এ স্মার্টফোন। অ্যাপল কর্তৃপক্ষ নতুন স্মার্টফোন বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। যে কারণে বিষয়টি নিয়ে আমরাও নিশ্চিত হতে পারিনি।
তথ্যসূত্র: দি টাইমস অব ইন্ডিয়া