দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ওয়েক আপ সিড’ খ্যাত আয়ান মূখার্জীর দ্বিতীয় ছবি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’| মুভিতে আছেন রোমান্টিক জুটি রণবীর কাপুর–দীপিকা পাডুকন। তাদের জুটির রসায়নেই বক্স অফিস বাজিমাত করেছে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’| সালমান খানের ‘দাবাং ২’ এর প্রথম সপ্তাহে সর্বাধিক আয়কৃত হিন্দি ছবির রেকর্ড ভেঙ্গে দিয়ে বলিউড টপ চার্টের শীর্ষে অবস্থান করিতেছে রণবীরের এই ছবি।
মুক্তির তিন দিনেই ৬২ কোটি রুপি আয় করে বক্স অফিসে তাক লাগালো ছবিটি, যদিও মুক্তির প্রথম দিনেই ১৯.৪৫ কোটি রুপি আয় করে দ্বিতীয় সর্বোচ্চ আয়কৃত ছবির তালিকায় ঠাঁই নিয়েছিলো। রোমান্টিক-কমেডি টাইপ ছবিটি তরুণ শ্রেনী থেকে সবাই পছন্দ করেছেন এবং ছবি সম্পর্কে সমালোচকদের পজিটিভ দৃষ্টিভঙ্গি পাওয়া যাচ্ছে বেশ।
পরিচালক-প্রযোজকের জন্য আরো সুখবর হচ্ছে ছবিটি আমেরিকার বক্স অফিসেও ভালো ব্যবসা করছে। শেষ খবর পাওয়া অনুযায়ী ৩১ মে আমেরিকার ১৬২টি থিয়েটারে মুক্তি পাওয়ার পর এ পর্যন্ত ১০ লাখ ৬০ হাজার ডলার আয় করে বক্স অফিস টপ চার্টের নবম স্থানে অবস্থান করছে ছবিটি।
‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ বন্ধুত্ব নিয়ে ছবি। ছবিতে প্রত্যেকে অভিনয় করেছেন প্রাণবন্ত, তবে রণবীর বেশি পরিণত অভিনয় করেছেন, তাতে স্পষ্ট হয়ে যায় পরিচালক ও অভিনেতার রসায়নও। শুধু তারকা সমৃদ্ধ ছবি নয় এটি বরং সুন্দর এবং ভালো গল্পের ছবি বলা যায় অনায়াসে। জীবনে আসা যে কোন বাঁধা পেরিয়ে ভবিষ্যৎ এর কথা না ভেবে বর্তমানের প্রতিমূহুর্ত সুন্দরভাবে, শান্তিতে বাঁচার যে দর্শন দেখিয়েছেন পরিচালক এই ছবিতে, তাতেই কুপোকাত হয়েছে সমালোচক এবং দর্শকরা। ছবির গানগুলো ছবি মুক্তির আগে থেকেই শ্রোতাপ্রিয় হয়েছে, এর মধ্যে ‘বদতমিজ দিল’ গানটি বেশি দর্শকপ্রিয়তা পেয়েছে, এছাড়া আইটেম গান ‘ঘাগড়া’তে নেচেছেন বলিউড ড্যান্স কুইন মাধুরী দীক্ষিত এমনকি নাচের দৃশ্যে মাধুরীর গালে চুমুও খেয়েছেন রণবীর।
গল্প, চিত্রায়ন, কাস্টিং, অভিনয়, গভীর দর্শনের ছবি, একই সাথে বক্স অফিসের ঝড় সব মিলিয়ে রণবীর-দীপিকা অভিনীত সেরা মুভি বলা যায় ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’| ধারণা করা যাচ্ছে, ছবিটি ‘১০০ কোটি’ আয়ের ক্লাবে খুব শীঘ্রই প্রবেশ করবে।
তথ্যসূত্রঃ ইন্ডিয়া টাইমস