The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

হলিউড মুভি ট্রান্সফরমারস ৪ এ যুক্ত হচ্ছে অবিশ্বাস্য সব গাড়ী

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ হলিউডের পরিচালক মাইকেল বে” এর  ট্রান্সফরমারস সিনেমা ছোট বড় কম বেশি সবাই দেখেছেন। মাইকেল বে ট্রান্সফরমার সিরিজের নতুন ছবি ‘ট্রান্সফরমারস ৪’ এর কাজে হাত দিয়েছেন। নতুন এ ছবিতে যুক্ত হচ্ছে আরও নতুন নতুন সব গাড়ী।


Revelan-el-logo-de-la-pelicula-Transformers-4

পরিচালক মাইকেল বে প্যারামাউন্ট পিকচারের সঙ্গে জনপ্রিয় সিক্যুয়েল ‘ট্রান্সফরমারস’ এর দুটি সিনেমা পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তি অনুয়ায়ী পরিচালক চলতি বছরেই শুটিং শুরু করবেন ‘ট্রান্সফরমারস৪’ নামে সিনেমাটির। এটি মুক্তি পাবে ২০১৪ সালের মাঝামাঝি সময়ে। এতে আগের অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি নতুন মুখদেরও দেখা যাবে। জনপ্রিয় অভিনেতা মার্ক হোল বারগ তো থাকছেনই।

এবার ‘ট্রান্সফরমারস৪’ ছবিতে ব্যবহার হতে যাচ্ছে আধুনিক সব নতুন ধরণের কার। ট্রান্সফরমারস ফেইবুক পেইজে তারা এধরনের কিছু নতুন মডেলের গাড়ীর ছবি সাম্প্রিতিক প্রকাশ করেছেন। এতে দেখা যায় Chevrolet Corvette Stingray– ২০১৪ ও Bugatti Veyron এর কিছু আধুনিক মডেলের স্পোর্টস কার।

জনপ্রিয় সিক্যুয়েল ট্রান্সফরমারসের এর আগের ৩ টি ছবিতেও দেখাগেছে তখনকার আধুনিক ও জনপ্রিয় সব ব্র্যান্ডের গাড়ীর ব্যবহার। ছবিতে নায়ককে দেখাযায় আধুনিক সাজ সজ্জায় সজ্জিত সব গাড়ী ব্যবহার করতে। সেই ধারাবাহিকতায় এবারের ‘ট্রান্সফরমার ৪’ ছবিতেও এখনকার সব আধুনিক গাড়ীর ব্যবহার দেখতে পাবেন দর্শকরা।

C7 Corvette Stingray: ট্রান্সফরমারস৪ এ ব্যবহার হতে যাওয়া C7 Corvette Stingray গাড়ীটি একটি আধুনিক রেসের কার। এটির বডি পেইন্ট থাকছে সবুজ। এ গাড়ীর সীট ব্যবস্থাপনায় থাকছে আধুনিক সব ফিচার। গাড়ীটির ইঞ্জিনে থাকছে ৪৬৫ হর্স পাওয়ার। এ গাড়ীটি কার মিররের ধারণাতেও পরিবর্তন এনেছে।

autobots-from-transformers-4_100428857_l

Bugatti Veyron Grand Sport Vitesse: ট্রান্সফরমার ৪ এ Bugatti Veyron Grand Sport Vitesse এই গাড়ীটিও ব্যবহার করা হবে। গাড়ীটি ১২০০ হর্স পাওয়ারের এবং ১১০৬ পাউন্ড ওজনের। গাড়ীটি প্রয়োজনের থেকেও অনেক বেশি শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এটি মুলত একটি স্পোর্ট কার। গাড়ীটি মুহূর্তই ২৫৫ মাইল প্রতি ঘণ্টায় গতিবেগ তুলতে পারে।

Bugatti-Veyron-Grand-Sport-Vitesse-WRC-1

বিএমডব্লিউ 5X: ট্রান্সফরমারস ৪ বিএমডব্লিউ সিরিজের 2014 BMW 5X এই গাড়ীটি দেখ যাবে। BMW 5X এর ভেতরে সম্পূর্ণ অংশে চামড়ার আস্তরণ দিয়ে ঢাকা হয়ছে। ফলে এর ওজন ১৭০ থেকে ২০০ পাউন্ড হ্রাস পেয়েছে। এর ইঞ্জিন ৬ ও ৮ সিলিন্ডারের এবং ৪৪৫ হর্স পাওয়ারের। এটি ৪.৯ সেকেন্ডেই ৬২ mph গতি তুলতে পারে। এতে অনেক রকম ফাংশান রয়েছে গতি বিদ্ধি ও হ্রাসের জন্য।

2014-bmw-x5-series_100428859_l

সূত্রঃ বিজনেস ইনসাইডার।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali