The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

জেমস বন্ডে প্রিয়াঙ্কা-দীপিকাকে দেখা যাবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জেমস বন্ডের পরবর্তী ছবিতে নায়িকা বাছাইয়ের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। এবার নাম শোনা যাচ্ছে বলিউডের দুই অভিনেত্রী পিয়াঙ্কা চোপড়া ও দীপিকার নাম।

Deepika Priyanka will be seen James Bond

ইতিমধ্যেই বলিউড তারকা ড্যানিয়েল ক্রেগের বিপরীতে অভিনয়ের জন্য একটি তালিকাও নাকি তৈরি করা হয়েছে। সেই তালিকায় নাকি ঢুকে পড়েছেন বলিউডের দুই অভিনেত্রী পিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন।

হলিউডে এখন প্রিয়াঙ্কা ও দীপিকা দু’জনেই ব্যাপক পরিচিত নাম। প্রিয়াঙ্কা বেশ কয়েকটি হলিউড প্রোডাকশনে ইতোমধ্যেই অভিনয়ও করছেন। বিখ্যাত টিভি সিরিজ ‘বেওয়াচ’-এর সিনেমাটিক ভার্সনেও অভিনয় করছেন প্রিয়াঙ্কা। ওই ছবিটিতে তার ভূমিকা অনেকটাই খলনায়িকার।

Deepika Priyanka will be seen James Bond-2

অপরদিকে, দীপিকা ‘ট্রিপল এক্স’- সিরিজের আগামী প্রোডাকশনে অভিনয় করছেন। সেই ছবির কাজও এগিয়ে চলেছে।

একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বলিউডের এই দুই অভিনেত্রী প্রিয়াঙ্কা এবং দীপিকা দু’জনেই জেমস বন্ডের প্রোডাকশন টিমের সঙ্গে নাকি যোগাযোগ রেখে চলেছেন। আবার জেমস বন্ডের প্রোডাকশন টিমও এই দু’জনের সঙ্গে নাকি নিয়মিতভাবে যোগাযোগ রেখেছে। খুব শীঘ্রই দু’জনের স্ক্রিণ টেস্ট নেওয়ার কথা। শোনা যাচ্ছে, প্রিয়ঙ্কা ও দীপিকা দু’জনকেই একসঙ্গে দেখা যেতে পারে জেমস বন্ডের পরবর্তী ছবিতে!

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...