দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ অবশেষে আইফোন প্রেমীদের বহুল প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে, সাশ্রয়ী মূলের আধুনিক স্মার্টফোন আইফোন ৫এস ৬ সেপ্টেম্বর বাজারে আসছে বলে মোটামুটি নিশ্চিত করেছে আইফোন সংশ্লিষ্ট ব্লগ ও ওয়েবসাইট সমূহ।
বহুল প্রত্যাশিত আইফোন ৫ নিয়ে অনেক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। অনলাইন সংবাদ মাধ্যম Huffington Post এর তথ্য মতে আর মাত্র এক মাস পরই আইফোন ৫ এস গ্রাহকদের হাতে পৌঁছে যাচ্ছে। এছাড়াও জার্মানির আইফোন সম্পর্কিত বেশ কিছু মিডিয়া এ খবর নিশ্চিত করেছে। এসব সূত্র মতে আইফোন ৫ এস বাজারে আসতে বিলম্ব হওয়ার পেছনে মূল কারণ আইফোন ৫ এস এর ডিসপ্লে সম্পর্কিত জটিলতা, বর্তমানে আইফোনের ডিসপ্লে ৪ ইঞ্চি। আইফোন নির্মাতা অ্যাপেল আইফোন ৫ এর ডিসপ্লে আরও বড় করতে চাইছেন। আইফোন ৫এস এ ডিসপ্লের প্রতি অনেক জোর দেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে প্রায় ১.৫ মিলিয়ন সংখ্যক পিক্সেল যুক্ত করা হয়েছে, যেখানে আইফোন ৫ এ ৭৩০,০০০ টি পিক্সেল রয়েছে।
এ স্মার্টফোনে অন্যান্য বিশেষ বৈশিষ্ট্যের পাশাপাশি বিশাল স্ক্রিন, কোয়াডকোর প্রসেসর ও এনএফসি সুবিধা থাকবে। পরিবর্তন আসছে আইফোনের কেসিং সহ ফাইবার গ্লাসে। তবে মূল পরিবর্তন হচ্ছে আইফোন ৫ এর প্রসেসরে এবং এতে যুক্ত হচ্ছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা! এদিকে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলোতে নতুন আইফোন নিয়ে এসব তথ্য প্রকাশিত হলেও আনুষ্ঠানিকভাবে অ্যাপল কোনো তথ্য প্রকাশ করেনি।
সবকিছু ঠিক থাকলে আর একমাস পর স্মার্টফোন টেকনোলজি প্রেমীরা ভাসতে যাচ্ছেন নতুন আইফোন উম্মাদনায়।