দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই সম্বিত ফিরে পেয়েছেন। তিনি এখন মার্কিন নীতিতে কঠোর মনোভাব দেখাচ্ছেন। এমনই এক পরিস্থিতির উদ্ভব ঘটেছে। স্বয়ং ওয়াশিংটনের আহ্বান প্রত্যাখ্যান করেছেন তিনি।
সংবাদ মাধ্যম জানিয়েছে, আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের অপেক্ষা না করে চলতি বছরের মধ্যেই নিরাপত্তা চুক্তি সই করতে যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছিল আফগানিস্তানকে। এ প্রস্তাবনা প্রত্যাখানের কারণে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সেনাদের ভবিষ্যৎ ভূমিকা কি হবে তা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা একই পর্যায়ে রয়ে গেছে। এমন খবর দিয়েছে আলজাজিরা। শুক্রবার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের এক মুখপাত্র ওয়াশিংটনের আহ্বান প্রত্যাখ্যান করার কথা জানিয়েছে সংবাদ মাধ্যম। ‘যুক্তরাষ্ট্রের বেঁধে দেয়া কোনো সময়সীমাকে আমরা মেনে নিচ্ছি না। এর আগেও তারা বিভিন্ন সময়সীমা বেঁধে দিয়েছিল, তাই এটি আমাদের জন্য নতুন কিছু নয়’-এমন কথা বলেছেন কারজাইয়ের অন্যতম মুখপাত্র আইমাল ফাইজি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আফগান পার্লামেন্টের (লয়া জিরগা) এক অধিবেশনের শুরুতে দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের পর চুক্তিটি সই করা উচিত বলে তিনি মন্তব্য করেন। দুই মেয়াদ প্রেসিডেন্ট পদে থাকার পর ৩য় মেয়াদের জন্যও প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন হামিদ কারজাই।
সংবাদ মাধ্যম বলেছে, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই চান আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের পর ‘সন্তোষজনক পরিবেশে মনোযোগের সঙ্গে’ যুক্তরাষ্ট্র-আফগানিস্তান দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি (বিএসএ) সই করতে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বারবার জানিয়েছে, চুক্তিটি সই করার জন্য তারা ২০১৪ সালের এপ্রিলের পর আর অপেক্ষা করবে না।
উল্লেখ্য, চুক্তি সই না হলে ২০১৪ সালের শেষে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র তার প্রায় সব সেনা প্রত্যাহার করে নিতে পারবে। দুই বছর আগে ইরাকের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই করতে ব্যর্থ হওয়ার পর সব সেনা প্রত্যাহার করে নিয়েছিল যুক্তরাষ্ট্র।