দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকাল এমন এক ঋতু যখন পশু পাখি মানুষ সবার ক্ষেত্রেই শারীরিক একটা পরিবর্তন আবশ্যক। বর্তমানে আমাদের বাংলাদেশেও শীতে জনজীবন কাবু হয়ে আছে। আর শীতে প্রাণী জগতে যে কি পরিমাণ পরিবর্তন আনে তাই নিয়ে আমাদের আজকের আয়োজন।
রূপময় আমাদের এই পৃথিবী, এক এক ঋতুতে এই পৃথিবীর আবহাওয়া এক এক রকম হয়। প্রকৃতি সাজে এক এক রূপে। প্রকৃতির এই ভিন্ন রূপে আবির্ভাব হওয়াতে এখানে থাকা প্রাণী বৈচিত্র্যও পরিবর্তীত হয়। শত কোটি বছরের অভিযোজনের ফলে প্রাণী কূলে এসেছে প্রজন্মের পর প্রজন্ম পরিবর্তিত এক টিকে থাকার মত পরিবর্তন।
শীত কাল সারা পৃথিবীর সকল প্রান্তে একই ভাবে আঁচ লাগায় না, ফলে কোথাও বেশি আবার কোথাও কম শীত থাকে। মেরু অঞ্চলে যেমন শীতকালে সব জমে বরফ ঠিক তেমন ভাবে এশিয়ার কিছু দেশে শীত কালেই থাকে মাঝারি মানের শীত। অপর দিকে সারা বিশ্বে যখন ডিসেম্বর জানুয়ারিতে শীতে কাপে ঠিক সেই সময় অস্ট্রেলিয়াতে পড়ে তীব্র কাক ফাটা গরম! হ্যাঁ এসব হচ্ছে প্রাকৃতিক রূপ বৈচিত্র্য। পৃথিবীতে এতো আবহাওয়ার বৈচিত্র্য আছে বলেই এখানেই প্রানের বিকাশ ঘটেছে।
তবে পৃথিবীর এই ঋতু বৈচিত্র্যকে কেন্দ্র করে এই গ্রহে থাকা প্রাণীদের মাঝে এসেছে নানান পরিবর্তন। কারণ যেভাবেই হোক যেকোনো পরিবেশে টিকে থাকাটাই জরুরী। চলুন দেখে নিই অসাধারণ ১৯টি প্রাণীর ছবি যারা শীতের ঋতুতে নিয়েছে অসম্ভব সুন্দর রূপ।
ছবির জন্য কৃতজ্ঞতাঃ Boredpanda