দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাভারে ভবন ধসের ঘটনায় সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৩৩৭ জনের লাশ উদ্ধার হয়েছে। লাশ হস্তান্তর হয়েছে ৩১৫, আজ ভোর ৬টায় ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
৩৩৭ লাশ উদ্ধার হলেও এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছে। নিখোঁজদের খোঁজে হাসপাতাল ও অকুস্থলে মানুষ ভীড় জমাচ্ছে। এদিকে সাভারের এই ঘটনায় শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে গার্মেন্টস কর্মীরা বিক্ষোভ করেছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে ব্যাপক ভাংচুর করেছে উত্তেজিত কর্মীরা। তারা ভবনের মালিকের গ্রেফতার ও ফাঁসির দাবি করেছে।
এদিকে অকুস্থলে উদ্ধার কাজ চলছে পুরোদমে। এখনও সেখান থেকে জীবিত উদ্ধার করা হচ্ছে।