প্রথমবারের মতো এভারেস্ট জয়ের পথে রুপি নামের একটি কুকুর!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ছোটোবেলায় নিশ্চয় সাধারণ জ্ঞানে পড়া আছে, মহাশূণ্য প্রথম পাড়ি দিয়েছিলো লাইকা নামের একটি কুকুর। এবার কুকুর প্রজাতির পক্ষ থেকে প্রথমবারের মতো পৃথিবীর সুউচ্চ শৃঙ্গ এভারেস্ট জয়ের পথে রয়েছে “রুপি” নামের একটি কুকুর। এরই মধ্যে পাঁচ হাজার ৩৬৪ মিটার বা ১৭ হাজার ৫৯৮ ফুট পর্যন্ত উঠে গেছে রুপি! উল্লেখ্য এভারেস্টের উচ্চতা ৮৮৪৮ মিটার।


article-2502652-195CEA3A00000578-85_634x423article-2502652-195CEA3A00000578-85_634x423

এই কুকুরটির নাম রুপি, যার মালিক দক্ষিণ আফ্রিকার সাবেক গলফ খেলোয়াড় জোয়ান লেফসন। তিনি কুকুরটিকে উত্তর ভারতের একটি আবর্জনার স্তুপ থেকে উদ্ধার করেন। এরপর বাড়িতে নিয়ে গিয়ে প্রতিদিন কুকুরটিকে ভাত ও সেদ্ধ ডিম খেতে দিয়ে আদর যত্ন করতে থাকেন।

লেফসন এবং রুপি টানা দশদিন পাহারের গা বেয়ে ওঠার পর এভারেস্টের বেস ক্যাম্পে পৌছাঁন। যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে ১৭ হাজার ফুট উঁচুতে।

Related Post

Daily Mail দেয়া এক সাক্ষাৎকারে লেফসন বলেন, “যখন আমি তাকে খুঁজে পাই সে একটি আর্বজনার স্তুপের ভেতরে মৃত্যুর প্রহর গুণছিলো। আমি যদি আর এক ঘণ্টা দেরী করতাম সে মারাও যেতে পারতো। প্রথম প্রথম সে এতো দূর্বল ছিলো যে দশ মিনিটের বেশী হাঁটলেই সে পড়ে যেতো।”

রুপি হয়তো এভারেস্ট জয় করেই ছাড়বে, কিন্তু এরই মাঝে রুপি অন্য একটি রেকর্ড করে ফেলেছে! রুপিই বিশ্বের একমাত্র কুকুর যে বরফের ভেতর দিয়ে এতো উচ্চতায় উঠে গিয়েছে!

রুপি ক্লান্ত হয়ে গেলে তাঁকে বয়ে নিয়ে যাওয়ার জন্য লেফসন একজন পোর্টারকে ভাড়া করেছেন!

লেফসন একজন পশুবিদ ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই রুপিকে নিয়ে এভারেস্ট জয়ের উদ্দেশ্যে বেড়িয়ে পড়েন। পরামর্শের আগে তিনি ভেবেছিলেন রুপি হয়তো এভারেস্টে উচ্চতাজনিত রোগের মুখোমুখি হতে পারে।

পশুবিদ ডাক্তার তাঁকে জানিয়েছিলেন, “রুপির শারীরিক অবস্থা খুবই ভালো, উচ্চতাজনিত রোগে ভোগার কোনো সম্ভাবনা নেই। আর রুপির জন্ম হিমালয়ের পাদদেশেই!”

বেস ক্যাম্পে পৌঁছে বিশ্রামের এক ফাঁকে লেফসন বলেন, “রুপি এখানে বরফের ওপরই ঘুমিয়ে বিশ্রাম নিয়েছে। বিশ্রাম শেষ রুপি বরফ খেয়েছে এবং মনের আনন্দে ঘুরে বেড়িয়েছে!”

লেফসন এর আগে পরিকল্পনা করেছিলেন তিনি তার অন্য একটি কুকুর অস্কারের সাথে এভারেস্ট জয় করবেন। কিন্তু দুঃখের বিষয় অস্কার জানুয়ারীতেই ক্যালিফোর্নিয়ায় এক গাড়ি দূর্ঘটনায় মারা যায়। উল্লেখ্য অস্কারকে নিয়ে তিনি বিশ্বভ্রমনে বের হয়েছিলেন।

তথ্যসূত্রঃ BuzzFeed

রাজিউর রহমান

Recent Posts

অনেকক্ষণ কম্পিউটারে কাজ করে কাঁধে ব্যথা হলে মাত্র কয়েকটি ব্যায়ামে সমাধান আসবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাজের মধ্যেই কাঁধে ব্যথা। বা ঘুম থেকে উঠেই ঘাড়ে যন্ত্রণা।…

% দিন আগে

আলোচিত অভিনেত্রী পারসা যুক্তরাষ্ট্রে অভিনয় শিখতে যাচ্ছেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের ছোট পর্দায় আলোচিত এক অভিনেত্রী পারসা ইভানা। মার্কিন…

% দিন আগে

গাজায় মাত্র ৪৮ ঘণ্টায় ৯৭০ জনকে হত্যা করেছে ইসরায়েল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধবিধ্বস্ত গাজায় নতুন করে হামলা চালিয়ে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে…

% দিন আগে

গভীর রাতে দেওর-বৌদির রিল রিল ‘খেলা’ করতে গিয়ে অসাবধানতায় ফেটে গেলো সিলিন্ডার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের গ্বালিয়রের ভিন্দ রোডের ‘দ্য লিগ্যাসি প্লাজা’ নামে…

% দিন আগে

পাহাড়-পর্বত ও প্রকৃতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ৬ চৈত্র ১৪৩১…

% দিন আগে

বইয়ের প্রতি সন্তানের আগ্রহ বাড়িয়ে তুলতে কী করবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে যা দিনকাল পড়েছে, তাতে করে শিশুদের যন্ত্র বিমুখ রাখা…

% দিন আগে