The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

চা কিংবা কফি নয় – ক্লান্তি দূর করে দেহে শক্তি ফিরিয়ে আনুন ভিন্ন পদ্ধতিতে!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ খুব ক্লান্ত হয়ে পড়েছেন? আছে ক্যাফেইন সমৃদ্ধ পানীয় – চা কিংবা কফি। অধিকাংশ মানুষই এই কাজটিই করে থাকেন। কিন্তু অতিরিক্ত ক্যাফেইন নির্ভরশীলতা সব বয়সীদের জন্য ভালো নয়। আসুন জেনে নেওয়া যাক ক্যাফেইন গ্রহণ ব্যতীত কোন কোন পদ্ধতিতে ক্লান্তি দূর করে দেহের শক্তি বাড়ানো যায়।


slide_325208_3113630_free

চুইংগাম চাবানঃ
চুইংগাম শুধু শ্বাস – প্রশ্বাস সতেজ করে না বরং শরীরকেও চাঙ্গা করে তুলতে পারে। এটি হৃদস্পদন বাড়িয়ে দেয় যা ব্রেইনে রক্ত চলাচল বৃদ্ধি করে। ইহা গ্রহণের পর স্বয়ংক্রিয় স্নায়ুগুলোকে সঞ্চালিত করে এবং ফলশ্রুতিতে গ্রহণকারী প্রাণবন্ত হয়ে উঠেন। সুতরাং দেরী কেন – ক্লান্তি ভুলতে গ্রহণ করুন মিন্ট ফ্লেবার অথবা অন্য যেকোন ফ্লেবারের চুইংগাম।

slide_325208_3113651_free

উজ্জ্বল আলোক সজ্জা ব্যবহার করুনঃ
উজ্জ্বল আলো ব্রেইনকে জাগিয়ে তুলে। গবেষণায় জানা গেছে, লাল আলো মানুষকে খিটখিটে ও তীক্ষ্ণ ভাবে প্রাণবন্ত করে তুলে এদিকে নীল আলো মানুষকে শান্ত টাইপ প্রাণচাঞ্চল্য ফিরিয়ে দেয়। সুতরাং, উপদেশ হচ্ছে – ডেস্ক ল্যাম্প হিসাবে নীল আলোর বাল্ব এবং বেডরুমে লাল আলোর বাল্ব ব্যবহার করুন।

slide_325208_3113685_free

নতুন কিছু শিখুনঃ
মিশিগান ইউনিভার্সিটির একটি গবেষণায় জানা গেছে, চাকুরীজীবিরা সচরাচর যে সাধারণ কাজ যেমনঃ মেইল চেক, হাতের কাজ কিংবা করণীয় কাজের লিস্ট করে থাকেন তা চাকুরীজীবিদের শক্তির অনুভূতির উন্নয়ন করে না। সুতরাং, অফিসের বিরক্তিকর কাজের ক্লান্তি থেকে বের হতে অবশ্যই প্রত্যেকের উচিত চিত্তাকর্ষক নতুন কোন কাজে মনোনিবেশ করা।

slide_325208_3113738_free

বাগান তৈরি করুনঃ
এটা ঠিক বাগান তৈরি এবং তা রক্ষণাবেক্ষণ করা বেশ কঠিন এবং পরিশ্রমের কাজ। কিন্তু কেউ যদি নির্মল এবং সতেজ থাকতে চান তবে তার উচিত একটি বাগান তৈরি করা। সম্প্রতি জার্মানীর একটি গবেষণায় জানা গেছে – বই পড়ার চেয়ে বাগান করা টাইপ শখ মানুষকে বেশি কর্মোদ্দীপ করে তুলে।

মাটি কাটা বিশেষভাবে উদ্দীপক কাজ এবং মাটির সাথে দেহের স্পর্শ মানুষকে প্রাকৃতিকভাবে প্রাণবন্ত করে তুলে। যখন কেউ মাটি স্পর্শ করে তখন দেহে পজিটিভ চার্জ প্রবাহিত হয় এবং নেগেটিভ চার্জ মাটিতে চলে যায়। সুতরাং, দেরী কেন? আজই শুরু করুন নির্মলতা এবং সতেজতা আধার কোন বাগান তৈরির কাজ।

Girl-sit-headphone (6)

প্রিয় গান গাইতে থাকুনঃ
প্রিয় গান রেডিওতে শোনা কিংবা একা গুণ গুন করে গাওয়া সবসময়ের জন্যই ক্লান্তি ভুলে কর্মশক্তি ফিরে পাওয়ার ভালো উপায়। লন্ডনের একদল গবেষক জানিয়েছেন – একা একা গান গাওয়া বেশ কর্মোদ্দীপক একটি কাজ এবং ইহা একগেয়ে কাজের অলসতা কমিয়ে দিতে পারে। সুতরাং – মন খারাপ? ক্লান্ত লাগছে? প্রিয় গান গাইতে থাকুন প্রাণ খুলে, দেখবেন হৃদয়ের শক্তির স্পন্দন চলে এসেছে।

slide_325208_3113870_free

কান ম্যাসাজ করুনঃ
ব্যাপারটা বেশ স্থুল বা হাস্যকর মনে হচ্ছে যে দেহে শক্তি অর্জন করতে কান ম্যাসাজ করার কি দরকার। কিন্তু অবাক হওয়ার বিষয় যে কানের বাইরে পাশে চাপ প্রয়োগ কিংবা ম্যাসাজ আপনাকে দেহে শক্তি সঞ্চার করতে পারে। কানের বাইরের অংশ হচ্ছে দেহের অ্যাকুপ্রেশার পয়েন্টের চুড়া যার ফলে এখানে ১০ থেকে ৩০ সেকেন্ডের হালকা ম্যাসাজ করলে সারা দেহে শক্তি প্রবাহিত হতে পারে।

তথ্যসূত্রঃ হাফিংটনপোস্ট

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali