দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহিলাদের জরায়ু ক্যান্সারের সমস্যা আমাদের দেশে কম নয়। জরায়ু ক্যান্সার কি কি কারণে হতে পারে সে সম্পর্কে আমাদের তেমন কোন ধারণা নেই। গবেষকরা বলেছেন, চিনিযুক্ত পানীয় জাতীয় খাবারে ক্যান্সারের ঝুঁকি বাড়ে।
গবেষকরা বলেছেন, চিনিযুক্ত পানীয় পানে জরায়ু ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বাড়ে। মেনোপজের পর নারীরা চিনিযুক্ত পানীয় পান করলে জরায়ুতে এন্ডোমেট্রিয়াম ক্যান্সার হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায় বলে ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়।
গবেষণায় বলা হয়েছে, এন্ডোমেট্রিয়াম ক্যান্সার দু’ধরনের হতে পারে। একটি হলো এস্ট্রোজেন ডিপেনডেন্ট টাইপ ওয়ান এবং অন্যটি এস্ট্রোজেন ডিপেনডেন্ট টাইপ টু। এর মধ্যে এস্ট্রোজেন ডিপেনডেন্ট টাইপ ওয়ান হলো জরায়ুর একটি সাধারণ ক্যান্সার, যা সচরাচর দেখা যায়। কিন্তু এস্ট্রোজেন ডিপেনডেন্ট টাইপ টু ক্যান্সার সচরাচর দেখা যায় না বলে গবেষকরা জানিয়েছেন।
গবেষকরা আরও জানান, চিনিযুক্ত পানীয় পানে মেনোপজ-উত্তর নারীদের এন্ডোমেট্রিয়াম ক্যান্সারের এস্ট্রোজেন ডিপেনডেন্ট টাইপ ওয়ানের ঝুঁকি ৭৮ শতাংশ বেড়ে যেতে পারে। সম্প্রতি আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার ‘রিসার্চ প্রকাশিত-ক্যান্সার এপিডেমিওলজি, বায়োমেকারস অ্যান্ড প্রিভেনশন’ সাময়িকীতে এ তথ্য তুলে ধরা হয়েছে।
ওই গবেষক দলের প্রধান যুক্তরাষ্ট্রের মিনেসোটা ইউনিভার্সিটির পাবলিক হেলথ স্কুলের এপিডেমিওলজি অ্যান্ড কমিউনিটি হেলথ ডিভিশনের গবেষক ম্যাকি ইনু-চোই বলেছেন, ‘চিনিযুক্ত পানীয়ের সঙ্গে ক্যান্সারের সম্পর্কের বিষয়টি আমরা এই প্রথম উদ্ভাবন করেছি।’ তিনি আরও বলেছেন, যেসব নারী চিনিযুক্ত পানীয় বেশি পান করেন তাদের এস্ট্রোজেন ডিপেনডেন্ট টাইপ ওয়ানের ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে। তবে এস্ট্রোজেন ডিপেনডেন্ট টাইপ টুর সঙ্গে ওই পানীয়ের কোনো সম্পর্ক নেই- এমনটাই বলেছেন গবেষকরা।
১৯৮৬ সাল থেকে ২০১০ পর্যন্ত ৫০৬ জন টাইপ ওয়ান ও ৮৯ জন টাইপ টু ক্যান্সার রোগীর ওপর গবেষণা চালানো হয়। গবেষণায় দেখা যায়, চিনিমুক্ত সফট ড্রিংক পানের সঙ্গে এসব ক্যান্সারের কোনো সম্পর্ক নেই।
গবেষণায় দেখা গেছে, চিনিযুক্ত পানীয় পানে শরীর খুুব মোটা হয়ে যায়। তিনি বলেন, পাতলা নারীদের চেয়ে মোটা নারীদের বেশি মাত্রায় এস্ট্রোজেন বা ইনসুলিন থাকে। আর বেশি মাত্রায় এস্ট্রোজেন এবং ইনসুলিন অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। তথ্যসূত্র: এশিয়ান ক্যান্সার।
This post was last modified on জুলাই ১০, ২০২৪ 11:57 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিজেকে চাঙ্গা রাখার কোনও চেষ্টাই করা হয় না। শীতে ঠাণ্ডার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
View Comments
Chini com khata hoba