দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গ্রীক পুরাণের সর্বশ্রেষ্ঠ বীর হারকিউলিস যিনি মানুষ এবং অর্ধেক ঈশ্বর অর্থ্যাৎ দেবতা চরিত্র ধারণ করেন। তাকে বলা হয় ডেমি গড। এই মহান বীরের জীবন এবং সংগ্রামের পটভূমিতে নির্মিত হচ্ছে পুরাণ নির্ভর মুভি ‘হারকিউলিসঃ দ্য লিজেন্ড বিগিনস’।
পরিচালক রেনি হারলিন মুভিটি নির্মাণ করেছেন প্রাচীন গ্রীসের সময়কালের ঘটনা নিয়ে। দেবরাজ জিউসের পুত্র হারকিউলিস যদিও তিনি তার জন্ম পরিচয় সম্পর্কে সচেতন নন। তার মা মানুষ এবং তার সাথে বৈবাহিক টাইপ সম্পর্ক ছিলো জিউসের। মুভিতে যুবক বয়সী হারকিউলিসকে দেখা যাবে, যিনি তার সৎ বাবা দ্বারা বিশ্বাসঘাতকার শিকার হবেন এবং সম্মুখীন হবেন একটি যুদ্ধে জড়ানোর পরিস্থিতির। যে যুদ্ধ সম্মুখীন হয়েছেন হারকিউলিস – তা ছিলো তার মায়ের স্বপ্ন। অত্যাচারী রাজার শাসন থেকে রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠার এক স্বপ্ন যা হারকিউলিসের গন্তব্য। কি করবেন হারকিউলিস? তার সত্যিকারের ভালোবাসা ক্রেটের রাজকন্যার সাথে পালিয়ে যাবেন নাকি নিজের গন্তব্য নির্ধারণী যুদ্ধে ঝাপিয়ে পড়বেন? এই রকম শ্বাসরুদ্ধকর কাহিনীর সমাপ্তি কোথায়? উত্তর পাওয়া যাবে মুভি ‘হারকিউলিসঃ দ্য লিজেন্ড বিগিনস’ তে।
মুভি সম্পর্কে কিছু তথ্যঃ
- মুভির চিত্রনাট্য লিখেছেন রেনি হারলিন, সহলেখক হিসাবে ছিলেন ডানিয়েল গিয়াট, সিন হুড। প্রাচীন সময়ের কাহিনী নিয়ে তৈরিকৃত অ্যাকশন মুভিটি ভিন্ন ধাঁচের হবে আশা করাই যায়।
- হারকিউলিস চরিত্রে অভিনয় করেছেন ক্যালেন লাটজ। এই মুভিতে অভিনয়ের শ্যুটিং চলাকালীন সময়ে একটি সাক্ষাৎকারে ক্যালেন জানিয়েছেনঃ অস্কার পাবেন তিনি।
- পরিচালক হারলিন ২০১৩ সালের মে মাসে বুলগেরিয়াতে এই এপিক গ্রীক পুরাণের পটভূমি নিয়ে নির্মিত মুভিটির শ্যুটিং শুরু করেন। যে মুভিটিতে আছে এক গভীর ভালোবাসার গল্প; আছে আত্মত্যাগ এবং মানব আত্মার শক্তির জয়গানের গল্প।
- ইউটিউবে মুভিটির প্রথম ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে ২০১৩ সালে ১৩ ই অক্টোবর, যা এখন পর্যন্ত ৩৫ লাখ বার দেখা হয়েছে।
এক নজরে ‘হারকিউলিসঃ দ্য লিজেন্ড বিগিনস’
- নামঃ ‘হারকিউলিসঃ দ্য লিজেন্ড বিগিনস’
- পরিচালকঃ রেনি হারলিন।
- কাহিনী ও চিত্রনাট্যঃ রেনি হারলিন, ডানিয়েল গিয়াট, সিন হুড।
- প্রযোজনাঃ বোয়াজ ডেভিডসন, রেনি হারলিন।
- স্টুডিওঃ মিলেনিয়াম ফিল্মস।
- অভিনয়েঃ ক্যালেন লাটজ, গিয়া ওয়েস, স্কট এটকিন্স প্রমুখ।
- জেনারঃ প্রাচীন অ্যাকশন।
- ভাষাঃ ইংরেজি
- মুক্তির তারিখঃ জানুয়ারি ১০,২০১৪
- ফরম্যাটঃ থ্রিডি
- IMDB লিংক
মুভিটির ট্রেলারঃ