জাতিসংঘের তত্ত্বাবধানে সেনাবাহিনীর তদারকিতে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের সকল শ্রেণী উদ্বিগ্ন। এমন পরিস্থিতিতে সংকট নিরসনের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে সেনাবাহিনীর তদারকিতে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা।

জাতিসংঘের তত্ত্বাবধানে সেনাবাহিনীর তদারকিতে সকল দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করেন সেই প্রস্তাব দিয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা বলেছেন, বিশ্বের অনেক দেশেই বাংলাদেশ সেনাবাহিনী সফল নির্বাচনের আয়োজন করেছে এবং তাদের এ অভিজ্ঞতা দেশেও কাজে লাগনো সম্ভব। খবর দৈনিক আমাদের সময়।

দেশের এই ক্রান্তিলগ্নে বিশিষ্ট্য নাগরিক মনে করেন, জাতীয় দূর্যোগে, উন্নয়ন ও নির্মাণ কাজে সেনাবাহিনী দায়িত্ব পালন করতে পারলে দেশের এ ক্রান্তিলগ্নে তাদের কাজে লাগানো যেতে পারে। তারা মনে করেন, নির্বাচন কমিশন সেনাবাহিনীর সহায়তা চাচ্ছে, সুতরাং জাতিসংঘের তত্ত্বাবধানে সেনাবাহিনীর সহায়তা নেয়া যেতে পারে। ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি ও সন্ত্রাস দমনে সেনাবাহিনীর ভূমিকার প্রসংসা করে তারা বলেছেন, আগামী নির্বাচনে তাদের কাজে লাগানো যায়। এছাড়া বিরোধীদলের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন হলে তা জাতিসংঘ ও আন্তর্জাতিক বিশ্বে বা দেশেও গ্রহণযোগ্য হবে না বলে সুশীল সমাজ মন্তব্য করেছেন। গতকাল শনিবার বাংলাভিশনে ফ্রন্ট লাইন অনুষ্ঠানে ‘অজানা গন্তব্যে বাংলাদেশ’ শীর্ষক টক শোতে সুশীল সমাজের প্রতিনিধিরা এমন মন্তব্য করেন।

ওই টকশোতে অংশ নেন ইংরেজি পত্রিকা নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আমেনা মহসিন, দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডটকমের সম্পাদক নাঈমূল ইসলাম খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

বক্তারা তাদের মন্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা কমানো দরকার। তারা আরও বলেন, এক ব্যক্তির ক্ষমতার মোহ ও গোয়ার্তুমি দেশটাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তারা মনে করেন, বিরোধীদলের দাবি পাশ কাটিয়ে সরকার যদি নির্বাচন সেরে ফেলতে পারে তাহলে দেশে আরেকটি চরম ফ্যাসিস্ট সরকার আসবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ্য করে বক্তারা বলেন, আমরা এখন রাজনৈতিক ক্যান্সারের দিকে চলে গেছি।

এমন এক পরিস্থিতিতে বক্তারা বিভিন্ন দেশে নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে এবং সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের সেনাবাহিনীর তদারকিতে নির্বাচন করা উচিত বলে মন্তব্য করেছেন।

This post was last modified on ডিসেম্বর ১, ২০১৩ 1:04 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% দিন আগে

ইলন মাস্ককে এক লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…

% দিন আগে