দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ নারীর জীবন পরিপূর্ণতা পায় মা হওয়ার মাধ্যমে। কিন্তু নারী গর্ভধারণের সময় বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হতে পারেন। গর্ভাবস্থায় যেসব জটিলতা হতে পারে, সেই সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন, যাতে করে সঠিক চিকিৎসার মাধ্যমে ঝুকিমুক্ত রাখা যায় গর্ভবতী মাকে।
গর্ভবতী মায়ের যেমন প্রস্তুতি রয়েছে তেমনি পরিবারের সদস্যদেরও বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকা জরুরি। গর্ভাবস্থায় একজন নারী যে ধরনের জটিলতার সম্মুখীন হন তা সম্পর্কে জানা যাকঃ
উচ্চ রক্তচাপঃ গর্ভবতী মহিলাদের উচ্চ রক্তচাপ শিশুমৃত্যু এবং মায়ের মৃত্যুর বড় কারণ। উচ্চ রক্তচাপ হলে গর্ভবতী মায়ের কিডনি ফেইলোর, হার্ট ফেইলোর, স্ট্রোক হওয়ার প্রবণতা বেড়ে যায়। একইসাথে গর্ভবতী মায়ের মৃত্যুর অন্যতম কারণ একলামসিয়া নামক রোগে আক্রান্ত হওয়ার লক্ষণও এটি।
ব্যাক্টেরিয়া কর্তৃক সংক্রমণঃ গর্ভাবস্থায় ব্যাক্টেরিয়া কর্তৃক সংক্রমণের হার বেশি। এর ফলে তলপেটে ব্যাথা, বমি, জ্বর আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়।
ছত্রাক সংক্রমণঃ গর্ভাবস্থায় সামান্য ছত্রাক সংক্রমণেও গর্ভপাত, বা শিশুর মারাত্মক অসুখ এমনকি মৃত্যু হতে পারে। ছত্রাক সংক্রমণ হয় মেয়েদের যৌনাঙ্গে, এক্ষেত্রে অবশ্যই পনির জাতীয় খাবার পরিহার এবং পরিষ্কার থাকা অত্যন্ত জরুরি।
অস্বাভাবিক জটিলতাঃ গর্ভাবস্থায় বিভিন্ন রকম অস্বাভাবিক জটিলতা দেখা যায়। সেইসব জটিলতার লক্ষণ টের পেলেই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। জটিলতা সমূহঃ
- যোনীপথ দিয়ে রক্ত বের হওয়া।
- মুখ কিংবা আঙুল ফুলে যাওয়া।
- দৃষ্টি শক্তি কমে যাওয়া কিংবা ঝাপসা দেখা।
- পেটে ব্যথা।
- অতিরিক্ত বমি ভাব।
- জ্বর হওয়া।
- প্রসাবের সময় প্রচুর জ্বালা পোড়া হওয়া।
- যোনী দিয়ে এক প্রকার তরল পদার্থ বের হওয়া।
- পা ফুলে যাওয়া।
- জরায়ুর ভিতরে সন্তানে নড়াচড়া অনুভব করতে না পারা
উপরোক্ত এই সমস্যাগুলো কোন গর্ভাবতী মায়ের মধ্যে দেখা দিলে কোনরকম চিন্তা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি যাতে মা এবং সন্তান কোনরকম বিপদের সম্মুখীন না হয়।
তথ্যসূত্রঃ হেলথ লাইন