দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ সাংবাদিকদের জানান আমি নির্বাচনে যাবনা এটাই শেষ কথা, আমার এই সিদ্ধান্ত থেকে কেউ আমাকে সরাতে পারবেনা। তিনি সাংবাদিকদের আরও বলেন আমাকে গ্রেফতারের চেষ্টা করা হলে আমি আত্মহত্যা করব।
সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ মঙ্গলবার নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছিলেন, সেই থেকে তার কোন খোঁজ পাছিলনা বলে মিডিয়াতে ঝড় উঠলেও বুধবার সন্ধায় তিনি ভারতীয় পররাষ্ট্র সচিবের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন নিজ বাস ভবনে।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ বিভিন্ন সময়ে বিভিন্ন মতের কথা বলে এবং সিদ্ধান্ত নিয়ে এরই মাঝে “টক অব দা কান্ট্রিতে” পরিণত হয়েছে। সর্বশেষ নিজের অবস্থান পরিবর্তন করেন যখন দলের প্রায় ২৪০ জন সদস্য নিজ নিজ নির্বাচনী মনোনয়ন পত্র দাখিল করেছেন ঠিক সে সময়। তিনি একাই সংবাদ সম্মেলন করে বলেন আমি আর এই নির্বাচনে নেই সকল দল নির্বাচনে না এলে নির্বাচনে যাবনা এটাই ফাইনাল কথা, তিনি এসময় তার সকল দলীয় সদস্যকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার নির্দেশ দেন।
বুধবার সন্ধ্যা থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের বাড়ির সামনে প্রচুর সংখ্যক পুলিশ দেখা গেলে এরশাদের গ্রেফতার বিষয়ে গুজব ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষিতে সাংবাদিকরা এরশাদের সাথে দেখা করতে গেলে তিনি সাংবাদিকদের বলেন, আমি নির্বাচনে যাবনা, এটা ফাইনাল। এর জন্য যদি সরকার আমাকে গ্রেফতার করে তবে আমি সুইসাইড করব।
তিনি বলেন, “আমি র্যাব অফিসারদের বলেছি তোমারা আমাকে গ্রেফতার করতে পারবেনা, যদি কোন চালাকি কর তবে আমি আমার কাছে থাকা পিস্তলের ৪টি গুলি আমার মাথায় চালিয়ে দিব। তবুও আমি তোমাদের সাথে যাবনা।”
এরশাদ আরও বলেন, কেউ আমাকে গ্রেফতার করতে এলে আমি জীবন দিয়ে দিব, এটাই আমার প্রমিস, আর নির্বাচনে না যাওয়ার যেই সিদ্ধান্ত আমি নিয়েছি তার থেকে এক পাও আমি পিছু হটবনা। আমার গায়ে যদি হাত দেয়া হয় তবে দেশে আগুন জ্বলবে।
নির্বাচনে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত আমি একাই নিয়েছি, সিদ্ধান্ত নেয়ার সময় আমার সাথে কেও ছিলনা। সুতরাং আমি আমার সিদ্ধান্ত থেকে আর এক পাও সরে আসবোনা।
এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে সর্বদলীয় সরকারে থাকা জাতীয় পার্টির ৬ মন্ত্রীর কেউই অবগত ছিলেন না বলেই তারা জানিয়েছেন। তারা সবাই টিভিতে এই সংবাদ শুনেছেন। তবে দলের মহাসচিব বর্তমান বিমান মন্ত্রী জনাব রুহুল আমিন হাওলাদার বলেন, প্রেসিডেন্ট যেই সিদ্ধান্ত নিয়েছেন তা আমাদের না জানিয়ে নিলেও আমরা সেই সিদ্ধান্ত মেনে নিব।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের বাসভবনের সামনে প্রচুর র্যাব পুলিশের অবস্থান রয়েছে, যদিও পুলিশ বলছে তাদের নিকট জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের উপর হামলা কিংবা এই এলাকায় নাশকতা হতে পারে বলে খবর আছে তাই তার নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা।