দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ অবশেষে কাদের মোল্লার আইনজীবীদের চূড়ান্ত চেষ্টার পর ১৯৭১ সালে মানবতা বিরোধী কর্মকাণ্ডের দায়ে ফাঁসির সাজা কার্যকর হতে যাওয়া আসামী কাদের মোল্লার সাজা আগামী কাল সকাল ১০ টা পর্যন্ত স্থগিত করা হয়েছে।
কারা কর্তৃপক্ষের সকল প্রস্তুতির পর ও বিচারপতি সৈয়দ মাহমদু হোসেন চিঠির কারণে কাদের মোল্লার ফাঁসির কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিচারপতি সৈয়দ মাহমদু হোসেন তার চিঠিতে কারা কর্তৃপক্ষকে আগামী কাল সকাল ১০ টা পর্যন্ত কাদের মোল্লার ফাঁসির সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ঢাকা কেন্দ্রীয় কারাগারের বাইরে থেকে মিডিয়াকে বলেন, মৃত্যুদণ্ড কার্যকর বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত রাখার আদেশ পেয়েছেন তারা।
সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নেয়ার পর কাদের মোল্লার আইনজীবীরা তা স্থগিতের আবেদন নিয়ে কাকরাইলে চেম্বার বিচারপতির বাড়িতে যান। সেখান থেকে তারা এটর্নি জেনারেলের বাসায় যান পরে তারা বিচারপতি সৈয়দ মাহমদু হোসেনের চিঠি নিয়ে কারাগারে আসেন এবং কাদের মোল্লার ফাঁসির কার্যক্রম আগামী কাল সকাল ১০টা পর্যন্ত স্থগিত রাখার বিষয়ে ছিঠি কারা কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন।
এর মাধ্যমে আপাতত আগামী কাল সকাল পর্যন্ত জাতিকে অপেক্ষা করতে হবে এই রায় কার্যকরের বিষয়ে পরবর্তী কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেই বিষয়ে।
This post was last modified on ডিসেম্বর ১০, ২০১৩ 10:58 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…