দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পোষাপ্রাণীরা সবসময় আদুরে এবং প্রিয় তার মনিবের কাছে, তবে এসব পোষাপ্রাণী অনেক সময় তাদের মালিকের ক্যামেরায় উঠে আসে বিভিন্ন মজার ভঙ্গিমায়। আজ এরকমই কিছু ছবি নিয়ে দি ঢাকা টাইমসের আয়োজন।

১।

ছবিতে এই ছোট কুকুরটি গাজর দিয়ে তার নাস্তা সারার প্রস্তুতি নিচ্ছে!
২।

ছবির কুকুরটি অসম্ভব ফ্যাশন সচেতন কুকুর!
৩।

ছবিটি একটি রাগান্বিত মুরগীর যে কিনা অদ্ভুতভাবে মানুষের স্যান্ডেল পড়ে আছে!
৪।

ছবিতে একটি ডিজে ছোট কুকুর ছানা!
৫।

ছবিতে এটি একটি ঘোড়া এর মালিক একে জামা পড়িয়েছে, সে নিজেও নতুন জামা পড়ে খুব খুশী!
৬।

কুকুরের গায়ে বিড়ালের খোলস।
৭।

ভয় পাবেন না, সে নকল দাঁত লাগিয়েছে।
৮।

ভালো করে লক্ষ্য করুন ছোট একটি ইঁদুর ম্যানহলের ঢাকনার ফাঁক দিয়ে উকি দিচ্ছে।
৯।

ঘোড়ার পিঠে কুকুর! হাস্যকর বটে।
১০।

টিভি দেখার কি আয়েশি ভঙ্গি!
১১।

বর্ণিল সাজে সজ্জিত দুটি কুকুর!
১২।

হরিণ ছানা, সে খুবি বন্ধুপরায়ণ!
১৩।

সে ওখানে কি খুজছে! ভাবনার বিষয়!
১৪।

এই দুজন কি সুন্দর অবকাশ যাপন করছে!
১৫।

মালিকের কাঁধে সার্কাস দেখাচ্ছে এই কুকুর! বলতেই হয় তার অভিজ্ঞতা অনেক!
সূত্রঃ Buzzfeed