দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার দিয়ে খুব সহজেই আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের চুরি ঠেকাতে পারবেন। আসুন আজ এ পদ্ধতি শিখে আসি । তবে শুরুর আগে আপনাকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এখান থেকে গুগল একাউন্টের মাধ্যমে এই সার্ভিসটি চালু করতে হবে।
Google Settings এ গিয়ে Device Manager নামে একটি অপশন পাবেন। নীচের ছবি দেখুন
এখানে আপনি দুটো অপশন পাবেন Locate this device remotely এবং Allow remote lock and data factory reset. সাধারণত ডিফল্টভাবে দ্বিতীয়টি বন্ধ থাকে এবং প্রথমটি চালু থাকে।
আপনি দ্বিতীয় পদ্ধতিটি চালু করুন। এর সাহায্যে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি হারিয়ে গেলেও তা কোথায় আছে তা গুগলের মাধ্যমে জানতে পারবেন! যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে Google Settings খুঁজে না পান তবে তবে Security Settings এ গিয়েও এটি চালু করতে পারবেন।
এবার Device Administrators থেকে Device Manager এ ক্লিক করে সার্ভিসটি চালু করুন। নীচের ছবি দেখুন
এবার যদি আপনার স্মার্টফোনটি হারিয়ে যায় তবে গুগল একাউন্টটিতে চলে যান, লগিন করা না থাকলে লগিন করুন, এরপর দেখবেন আপনার স্মার্টফোনটির একটি অপশন দেখাচ্ছে। বোঝার সুবিধার্থে নীচের ছবি দেখুন
এবার Ring বাটনে ক্লিক করলে আপনার স্মার্টফোনের রিংটোণ বেজে উঠোবে। অথবা setup lock & erase এ ক্লিক করলে আপনার স্মার্টফোনের যাবতীয় তথ্য স্বয়ংরিয় ভাবে মুছে যাবে।
সতর্কতাঃ তবে একাজটি করতে হলে আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোনটিতে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে, স্মার্টফোন্টি চালু অবস্থায় থাকতে হবে। কম্পিউটার থেকে ঢোকা জিমেইল এবং স্মার্টফোনে ঢোকা জিমেএইলের একাউন্ট একই হতে হরে।
এভাবে নিরাপদে রাখুন আপনার অ্যান্ড্রয়েড ফোনকে! আপনার অভিজ্ঞতা আমাদের জানান কমেন্ট বক্সে ।
তথ্যসূত্রঃ AndroidPit
This post was last modified on আগস্ট ৫, ২০১৪ 3:34 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর্থ্রাইটিস, অর্থাৎ বাত যে শিশুদেরও হয়, সে কথা অনেকেই হয়তো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো 'প্রিয়তমা'…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে বর্ষবরণের উদ্যাপনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেক প্রতিযোগিতা দেখে থাকি। তবে আজ এমন এক বিচিত্র…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ১৮ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, অনিয়ম জীবনযাপনের জেরে শরীরে রোগের…