পাকিস্তানি হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরী তলব!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মিয়া আফরাসিয়াব মেহেদী হাশমি কুরেশিকে মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরী তলব করা হয়েছে এবং তাঁকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠিন এবং কড়া ভাষায় জানানো হয়েছে পাকিস্তানে বাংলাদেশের বিচার বিভাগীয় বিষয় নিয়ে সংসদের বিল পাশ করা এবং তা নিয়ে বিবৃতি দেয়া অত্যন্ত দুঃখ জনক।


বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এক বিবৃতিতে বলেছেন, আমরা ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছি এবং তাঁকে জানিয়ে দিয়েছি যুদ্ধঅপরাধী কাদের মোল্লার বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি ও পাকিস্তান জাতীয় পরিষদে আনা নিন্দা প্রস্তাব অত্যন্ত দুঃখজনক যা বাংলাদেশ ভালো চোখে দেখছেনা।

এর আগে বিকেল ৫ টার দিকে পাকিস্তানের হাইকমিশনার মিয়া আফরাসিয়াব মেহেদী হাশমি কুরেশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতরে যান, সেখানে তার সাথে পররাষ্ট্রসচিব দ্বিপক্ষীয় (৯) মুস্তাফা কামালের সঙ্গে তাঁর বৈঠক হয়।

গত শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে যুদ্ধ অপরাধী কাদের মোল্লার রায় কার্যকরের বিরুদ্ধে নিজেদের দুঃখ প্রকাশ করা হয় এবং বাংলাদেশের সমালোচনা করা হয়।

সোমবার পাকিস্তানের জাতীয় পরিষদে বাংলাদেশের যুদ্ধঅপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা নিয়ে একটি প্রস্তাব পাস করা হয় যা সে দেশের জামাত নেতা শের আকবর খান দরা উত্থাপিত হয়। এই প্রস্তাবে পাকিস্তানের মুসলিমলিগ, তেহেরিখে ইনসাফ সহ কয়কটি দলের সংসদ সদস্যরা সমর্থন দেয়। যদিও পাকিস্তানের পিপলস পার্টি (পিপিপি) এই প্রস্তাবের বিরোধিতা করে, তারা বলে অন্য দেশের বিচারিক বিষয় নিয়ে আমরা আলোচনা করা এবং বিল পাশ করা মানে সেই দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা যা পাকিস্তানের কখনোই উচিৎ হবেনা।

Related Post

উল্লেখ্য কাদের মোল্লা এবং জামাতের অন্যান্য নেতার ১৯৭১ সালে পাকিস্তানের সাথে এক যোগে করা অপরাধ নিয়েই আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে। যুদ্ধ অপরাধী কাদের মোল্লার রায় কার্যকর নিয়ে পাকিস্তানের রাজনীতিবিদরা বিভিন্ন মন্তব্য করছেন, এর মাঝে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী বলেন কাদের মোল্লার রায় কার্যকর করে বাংলাদেশীরা পাকিস্তানের পুরোনো ঘায়ে আঘাত দিল এবং ইমরান খান বলেন, কাদের মোল্লা নির্দোশ, যে অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ তাকে মৃত্যুদণ্ড দিয়েছে সেগুলোও ভুয়া।

This post was last modified on ডিসেম্বর ১৭, ২০১৩ 8:55 অপরাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

তুরস্কে বিড়াল পেল নাগরিকত্বের স্বীকৃতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…

% দিন আগে

এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শসার পুষ্টিগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…

% দিন আগে

অ্যাপল ও গুগল সাইবার হামলার বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…

% দিন আগে

টমেটোর গুণাগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…

% দিন আগে

শাহরুখ খান কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইলেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…

% দিন আগে