দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ২০ ডিসেম্বর।
সংবাদ মাধ্যম সূত্র বলেছে, দশম জাতীয় নির্বাচনে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যেই মূলত সরকার সেনা বাহিনী মোতায়েন করবে। তবে এ বিষয়ে আগামী ২০ ডিসেম্বর সিদ্ধান্ত হবে বলে নির্বাচন কমিশনের একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। তবে কবে থেকে কতদিন সেনা মোতায়েন থাকবে সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, গত সপ্তাহ থেকেই সেনা মোতায়েনের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তবে নির্বাচন কমিশন বার বার বলে আসছে সময় হলেই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।