দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকের ত্বক হয় শুষ্ক, রুক্ষ, খসখসে যেনো প্রাণহীন ত্বক। এই মলিন রুক্ষ ত্বককে সতেজ ও আদ্রতা ধরে রাখতে পারলে ত্বক হয়ে ওঠে প্রাণঞ্ছল মহনীয় এবং লাবণ্যময়।
ঠোটের যত্ন
শীতে ঠোট ফেটে যাওয়া যেনো একটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু ফাটা ঠোটকে সহজেই সতেজ সুন্দর রাখা সম্ভব।
# হাতের কাছে সবসময় লিপজেল বা লিপব্লমস () রাখতে হবে। লিপিস্টিক ব্যবহার করার পর ঠোকে অল্প গ্লিসারিণ ব্যবহার করতে হবে। এতে ঠোটে আদ্রতা থাকে।
# দিনে ১/২ বার দুধের স্বর ৫-১০ মিনিট লাগাতে হবে। এতে ঠোটের ফাটা দাগ কমে যায়।
# ঠোটের চামড়া হাত দিয়ে না টেনে বা তুলে গ্লিসারিণ দিয়ে ঠোটের চামড়া নরম করে পাতলা নরম কাপড় ভিজিয়ে আলতভাবে মুছে নিন।
পায়ের যত্ন
শীতে পা ফেটে যাওয়া যেনো সৌন্দর্যে এক চরম অবমাননা। দেখতে সুন্দর অথচ পা ফাটা। এতে সৌন্দর্য অনেকটা মলিন হয়ে যায়।
# প্রতিদিন ২-৪ বার ভালো করে ঘষে পা পরিষ্কার করে তাতে গ্লিসারিণ ও পেট্রোলিয়াম জেলি এক সাথে মিশিয়ে পায়ের গোড়াতে ভালো করে ম্যাসেজ করে লাগাতে হবে।
# রাতে শোবার আগে বেশিক্ষণ ধরে গ্লিসারিণ বা পেট্রোলিয়াম জেলি ম্যাসেজ করে লাগিয়ে মোজা পরে শুয়ে পড়তে হবে।
# শীতে সাধারণত মোজা দিয়ে জুতা পরা ভালো। এতে পা পরিষ্কার থাকে এবং পা ফাটার সম্ভাবনা কম থাকে।
# সবসময় চেষ্টা করতে হবে পা পরিষ্কার রাখার। ধুলা-বালি কম লাগলে পা কম ফাটে।