কি হবে ২৯ ডিসেম্বর ॥ গণতন্ত্র অভিযাত্রায় বাধা দিলে পরিণতি হবে ভয়ঙ্কর: খালেদা জিয়া

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বিএনপির চেয়ারপারসন ও ১৮ দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, ২৯ ডিসেম্বর তাঁদের রাজধানীমুখী ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিতে হবে শান্তিপূর্ণ। এ কর্মসূচিতে বাধা দিলে তার পরিণতি হবে ভয়ঙ্কর। ২৯ তারিখে আসলে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে মানুষের মধ্যে শুরু হয়েছে নানা শংকা।


বড়দিন উপলক্ষে গতকাল বুধবার রাতে নিজের কার্যালয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে খালেদা জিয়া এ মন্তব্য করেছেন। সেই সঙ্গে তিনি তফসিল স্থগিত করে আলোচনার মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করারও দাবি জানান।

খালেদা জিয়া আরও বলেন, ‘সরকারকে বলব, সাহস থাকলে কর্মসূচিতে বাধা দেবেন না। আমাকেও বাধা দেবেন না। বাধা দিলে বুঝব সরকার কত দুর্বল।’

খালেদা জিয়ার আশঙ্কা সরকার তাঁদেরকে কর্মসূচি করতে না-ও দিতে পারে, তাঁদের অবরুদ্ধ করে রাখতে পারে। সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, এমনটি করা হলে তার পরিণতি হবে ভয়াবহ, কঠিন ও করুণ।

সরকারকে আলোচনায় আসার আহ্‌বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘দেশের কল্যাণ চাইলে জেদ ও প্রতারণা ছেড়ে তফসিল স্থগিত করে নতুন করে আলোচনা করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন।’

Related Post

সংবিধান সংশোধন করে, সংসদ ভেঙে দিয়ে, বিএনপি নির্বাচনকালীন সরকারের যে ফর্মুলা দিয়েছিল, তা বাস্তবায়ন করা সম্ভব বলে উল্লেখ করেন বিএনপি চেয়ারপার্সন ও ১৮ দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া।

এদিকে নির্বাচনের জন্য একদিকে সরকার পুরোপুরি প্রস্তুতি নিয়েছে। নির্বাচন সফল করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অপরদিকে প্রধান বিরোধী দলসহ সমমনা দলগুলো নির্বাচনী তফসিল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। এমন এক পরিস্থিতিতে ৫ জানুয়ারির নির্বাচনের খুব কাছাকাছি অবস্থায় এসে ২৯ ডিসেম্বর ১৮ দলীয় জোট ঢাকা অভিমুখে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেশবাসীকে নতুন করে ভাবিয়ে তুলেছে। আসলে কি ঘটতে যাচ্ছে ২৯ ডিসেম্বর তা নিয়েই এই শংকা।

This post was last modified on ডিসেম্বর ২৬, ২০১৩ 10:56 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

এখন থেকে বড় পর্দায় দেখা যাবে রাতের স্বপ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…

% দিন আগে

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% দিন আগে