দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শনিগ্রহ হচ্ছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এবং এটি সূর্যের দূরত্ব থেকে এর অবস্থান ষষ্ঠ। শনিগ্রহ নিয়ে গবেষণা করতে নাসা Cassini একটি মহাকাশ যান পাঠায় যা সম্প্রতি শনিগ্রহ এবং এর দুটি উপগ্রহের অসাধারন কিছু ছবি পাঠিয়েছে।
শনিগ্রহে গবেষণার উদ্দেশ্যে Cassini মহাকাশযান পাঠানো হয়েছিল ১৯৯৭ সালে এটি শনির কক্ষপথে নিজের অবস্থান নেয় ২০০৪ সালে তখন থেকে Cassini বিভিন্ন ছবি ভিডিও পাঠানোর মাধ্যমে শনিগ্রহ সম্বন্ধে নাসাকে নানান তথ্য উপাত্ত দিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার নতুন করে শনির দুটি উপগ্রহের ছবি সহ শনিগ্রহের বেশ কিছু দুর্লভ ছবি পাঠিয়েছে Cassini।
নাসার গবেষকরা ধারণা করেন শনির নিজের রয়েছে প্রায় ১৫০ টির মত উপগ্রহ এবং এসব উপগ্রহের মাঝে এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে ৬২ টি উপগ্রহের এদের মাঝে ৫৩ টির আনুষ্ঠানিক নামকরণ করা হয়েছে। এবারের Cassini এর পাঠানো নতুন ছবি সমূহ টাইটান এবং Enceladus নামের দুটি উপগ্রহের। টাইটান এবং Enceladus নামের এ দুটি উপগ্রহ সৌরজগতের যেকোনো উপগ্রহের থেকে আকারে বিশাল!
উপরের ছবিতে দেখা যাচ্ছে শনিগ্রহের খুব কাছ থেকে ধারন করা ছবি এখানে শনির আকাশে থাকা বলয় সমূহ অনেকটা ঘূর্ণিঝড়ের ঘূর্ণনের মতই দেখাচ্ছে। তবে শনির ঈষৎ হলুদাভ রং এবং কিছু অংশে ধূসর নীল রং স্পষ্ট ফুটে উঠেছে।
উপরের ছবিতে দেখা যাচ্ছে Cassini এর পাঠানো শনিগ্রহের উপগ্রহ টাইটানকে, টাইটানের এক পাশের অংশ আলো আধারিতে হারিয়ে গেছে এবং অন্য দিকে ধূসর হলুদাভ বাদামী রং দেখা যাচ্ছে। এই গ্রহে হাইড্রোকার্বন হ্রদ রয়েছে বলে গবেষণাযান জানিয়েছে।
উপরের ছবিতে দেখা যাচ্ছে শনির আরেক উপগ্রহ Enceladus কে, এখানে Enceladus বরফ এবং তুষারে আবৃত, একে দেখে মনে হচ্ছে এটি একটি স্নো-বল। এর আবহাওয়া অত্যন্ত শীতল! ছবিটি ধারন করা হয়েছে মার্চ ২০১২ সালে।
এদিকে Cassini এর বিষয়ে নাসার গবেষকরা জানিয়েছেন Cassini পৃথিবী থেকে শনিগ্রহে গবেষণার জন্য যাওয়ার আগে আমরা জানতামই না আসলে সেখানে কি কি উপগ্রহ আছে এমন কি শনির উপগ্রহ টাইটানে যে হাইড্রোকার্বন হ্রদ রয়েছে সেই বিষয়েও আমাদের কোন ধারণা ছিলনা, তবে Cassini বর্তমানে আমাদের এসব বিষয়ে ধারণা দিয়ে যাচ্ছে।
বর্তমানে Cassini মহাকাশযানের ৪ ভাগেরও কম জ্বালানি রয়েছে যা দিয়ে বড়জোর এটি ২০১৭ সাল পর্যন্ত শনির বলয়ে অবস্থান করতে পারবে এবং পৃথিবীতে তথ্য পাঠাতে পারবে এর পরে ২০১৭ সালের দিকেই এটি শনিগ্রহের উপরেই ধ্বসে পড়বে।
সূত্রঃ দিটেকজার্নাল
This post was last modified on ডিসেম্বর ২৮, ২০১৩ 3:45 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিডিও ভাইরাল করতে গিয়ে এক যুবক দেশলাই জ্বালিয়ে পেট্রোলের উপর…