দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কমলাপুর রেলস্টেশনে বোমা বিস্ফোরণে একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। আজ সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
সংবাদ মাধ্যম সূত্র জানিয়েছে, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে তল্লাশি চালানোর সময় ২ যুবকের ব্যাগে থাকা বিস্ফোরক দ্রব্য বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় কর্তব্যরত একজন নিরাপত্তাকর্মী নিহত হন। নিহত নিরাপত্তাকর্মীর নাম আবুল কাশেম। তিনি স্টেশন ইয়ার্ডের ১৭ নম্বর বিটে দায়িত্ব পালন করছিলেন। ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ২ যুবকের ব্যাগে তল্লাশি চালান তিনি। এ সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ খবর লেখা পর্যন্ত আবুল কাশেমের লাশ কমলাপুর স্টেশনেই রয়েছে।
খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।