দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ভারতের রাজনীতিতে এসেছে একের পর এক চমক। অনেকটাই হঠাৎ করেই কংগ্রেস বিজেপি এর মত বড় বড় দল গুলোকে পাশ কাটিয়ে দিল্লির মসনদে মুখ্য মন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে বসেছেন নতুন জনমানুষের দল আম আদমির নেতা অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচিত হয়ে প্রথম দিন অফিস করেই সম্পূর্ণ ভাবে ঢেলে সাজিয়েছেন দিল্লির প্রশাসন।
জনাব অরবিন্দ কেজরিওয়াল শপথ নেওয়ার এক দিনের মধ্যেই তার প্রথম দিনের অফিসে কাজ করেছেন টানা ৬ ঘন্টা এর এই সময়ে তিনি বদলি করে দিয়েছেন বর্তমান দিল্লি প্রশাসনের বাঘা বাঘা প্রশাসকদের!
অরবিন্দ কেজরিওয়াল প্রথম দিন বদলি করেছেন ৯ জন প্রথম সারির কর্মকর্তাকে, এসব কর্মকর্তাকে দিল্লির প্রশাসনের জন্য এতদিন অত্যাবশ্যকীয় ভাবা হত, আর তাদেরকেই নতুন মুখ্যমন্ত্রী প্রথম দিনেই বদলি করে দিলেন। এই বিষয়ে অরবিন্দ কেজরিওয়ালের কথা হল এরা যদি সত্যি এতো ভালো প্রশাসক হত তবে অবশ্যই এতো সমস্যায় দিল্লি জর্জরিত থাকতোনা।
এদিকে অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতায় এসেই এমন সব পদক্ষেপ নিয়েছেন যেখানে দেখা যাচ্ছে তিনি ক্ষমতাকে ক্ষমতা হিসেবে না দেখে দায়িত্ব হিসেবেই দেখছেন, এবং তিনি তার কাঁধে দিল্লির সমস্যা দূর করার মহৎ দায়িত্ব নিয়েছেন।
অরবিন্দ কেজরিওয়াল প্রথম দিন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে দিল্লির সকল নেতা-মন্ত্রী-আমলা কেউই লালবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতে পারবেন না৷ মন্ত্রী-আমলারা অযথা কোনও নিরাপত্তা নিতে পারবেন না৷ গাড়ির সামনে কোনও পুলিশের টহল থাকবে না৷
এদিকে অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন তিনি আগামী ১০ দিনের মাঝেই দিল্লির চলমান বিভিন্ন সমস্যার বিষয়ে কাজ করবেন এবং এসব সমস্যা থেকে দিল্লি কিভাবে বেরিয়ে আসতে পারে সেই বিষয়ে খুঁজে নিবেন। এই দশ দিন পরেই তিনি কেবল জনগণের কথা শুনবেন এবং তা সমাধান করবেন।
অরবিন্দ কেজরিওয়াল বলেন আমি দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছি দিল্লির সমস্যা দূর করতে অতএব এখন আমার এক মাত্র কাজ হচ্ছে দিল্লির সমস্যা সমাধান। তবে সমস্যা সমাধান করতে কিছু সময় দরকার একই সাথে আমাদের প্রশাসন সাজাতেও কিছু সময় দরকার এই জন্য তিনি ১০ দিন সময় লাগবে বলেও জানান!
এর আগে গতকাল বেলা ১১টা ৫৮ মিনিটে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির সর্ব কনিষ্ঠ মুখ্য মন্ত্রী হিসেবে শপথ নেন, একই সাথে তার সরকারের আরও ৬ মন্ত্রী শপথ নেন। এর পরেই তাঁরা চলমান প্রশাসনে বড় ধরণের পরিবর্তন এবং দেশের সরকার পরিচালনা ব্যবস্থায়ও পরিবর্তন আনার আভাস দেন।
এদিকে বর্তমানে আম আদমি দলের দিল্লিতে যে বিজয় কেতন উড়ছে একই সাথে বর্তমান ক্ষমতাসীন দল কংগ্রেসের শক্ত ঘাটি দিল্লিতে জনগণকে প্রত্যাশা দেখিয়ে বিরল দৃষ্টান্ত রেখে দিল্লির ক্ষমতায় আসেন। আম আদমির এই জনপ্রিয়তার জোয়ার এখন সমগ্র ভারত জুড়ে বইছে, ফলে আম আদমির নেতা অরবিন্দ কেজরিওয়াল সামনে এখন অনেক চ্যালেঞ্জ, প্রদেশে প্রদেশে আম আদমির ভালো ভালো নেতাদের দিয়ে প্রাদেশিক নির্বাচনে আম আদমিদের জিতিয়ে আনা।
এখন দেখার বিষয় আম আদমি নেতা অরবিন্দ কেজরিওয়াল কতদিন দিল্লির ক্ষমতায় তার ভাষায় দাইত্তে থাকতে পারেন। তিনি নিজেই মিডিয়াকে জানিয়েছেন তার উপরে জনগণের অনেক প্রত্যাশা যা চাপ হিসেবেই দেখা দিয়েছে তবে তিনি দেশের সমস্যা সমাধানে বিশেষ মনযোগী জনগণকে দেয়া ওয়াদা তিনি রাখবেন।
মূলত আম আদমির এরূপ উত্তান ভারতের শক্তিশালী দল সমূহের ব্যর্থতার জন্যই হয়েছে বলেই বিশ্লেষকরা মনে করছেন। ভারতের জনগণ পরিবর্তন চায় তাঁরা আগের চেয়ে অনেক বেশি শিক্ষিত এবং বর্তমানের ভারতীয় তরুণ জনগণ দেশের গতানুগতিক রাজনীতির পরিবেশ থেকে বেরিয়ে আসতে চাইছে বলেই প্রতীয়মান হয় আম আদমির এরূপ উত্থানে।
আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন অনেকটাই ঘোলাটে এখন দেখার বিষয়ে ঠিক কবে নাগাদ বাংলাদেশের তরুণ প্রজন্ম বাংলাদেশের আম আদমিদের ক্ষমতায় নিয়ে আসে!
This post was last modified on ডিসেম্বর ৩০, ২০১৩ 1:41 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…
View Comments
এই নেতার আগামি ৭ দিন হবে ফাটা কেস্টোর ৭ দিনের মতো
থেংস ফাটাকেষ্ট...