দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রানা প্লাজার সেই ভবন ধ্বসের ঘটনার এক চরিত্র রেশমা। তাকে ভবন ধ্বসের ১৭ দিন পর উদ্ধার করে বিশ্বের মানুষকে অবাক করে দেন তিনি। এবার তাকে এবং রানা প্লাজার কাহিনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা!
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভবনধসের ঘটনা ঘটে ২০১৩ সালের ২৪ এপ্রিল। আর ওই ঘটনার এক অগ্নিস্বাক্ষী ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর অলৌকিকভাবে জীবিত অবস্থায় উদ্ধার হওয়া রেশনা নামে এক গার্মেন্ট কর্মী। এবার সেই রেশমাকে কেন্দ্র করে ‘রানা প্লাজার রেশমা’ নামে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তরুণ পরিচালক নজরুল ইসলাম খান।
এ সর্ম্পকে পরিচালক নজরুল ইসলাম খান বলেছেন, ‘রানা প্লাজার রেশমা’ মূলত একটি প্রেমকাহিনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করা হবে। একজোড়া তরুণ-তরুণীর জীবন সংগ্রামের মধ্যে রানা প্লাজার ট্র্যাজেডিকে সুন্দর পরিপূর্ণভাবে তুলে আনা হবে।’ তথ্যসূত্র: অনলাইন সংবাদ মাধ্যম।
ছবির কাহিনীসহ প্রায় সবকিছুই ঠিক করা হয়েছে বলে জানান পরিচালক। তিনি আশা প্রকাশ করে বলেছেন, আগামী ১৫ জানুয়ারি থেকে এফডিসিতে ছবিটির শ্যুটিং শুরু হবে। ইতিমধ্যে এফডিসির কড়ইতলায় এই ছবির শ্যুটিংয়ের জন্য একটি বস্তির সেটও নির্মাণ করা হয়েছে। তিনি জানান, সেটটি নির্মাণ করছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পনির্দেশক কলন্তর।
ছবিটির পরিচালক সূত্রে জানা যায়, ছবিতে বিস্ময়কন্যা রেশমার চরিত্রে অভিনয় করছেন নবাগত নায়িকা পরীমনি। তার বিপরীতে অভিনয় করছেন নায়ক সায়মন।
এছাড়া ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন- আবুল হায়াৎ, প্রবীর মিত্র, মিজু আহমেদ, শিরিন আলম, কাবিলাসহ আরো অনেক শিল্পীবৃন্দ। ছবিটি নির্মিত হবে প্রযোজনা প্রতিষ্ঠান এমএ মাল্টিমিডিয়ার ব্যানারে। জানা গেছে, ‘রানা প্লাজার রেশমা’ ছবির কাহিনী, সংলাপ লিখেছেন মুজতবা সউদ। এমএইচ স্বপনের চিত্রগ্রহণে নির্মিত হবে এই ‘রানা প্লাজার রেশমা’ ছবিটি। প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছেন, এই ছবিটি বর্তমান বাস্তবভিত্তিক কাহিনী হওয়ায় ভালো মার্কেট পাবে। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা হুমড়ি খেয়ে পড়বেন এই ছবি দেখার জন্য- এমনটাই আশা করছেন প্রযোজনা প্রতিষ্ঠান। রানা প্লাজার কাহিনী মানুষের মনের মধ্যে থাকা অবস্থায় যাতে দ্রুততম সময়ে ছবিটি নির্মাণ করা যায় সে প্রচেষ্টা চালানো হবে বলে জানানো হয়েছে।