স্টকহোমের নান্দনিক শিল্পকর্ম দিয়ে পরিপূর্ণ পাতালপথের মন জুড়ানো ছবি!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সুইডেনের রাজধানী স্টকহোমের পাতালপথ দেখলেই যে কারো চোখ জুড়িয়ে যাবে। নান্দনিক শিল্পকর্ম দিয়ে প্রায় ১৫০ জনের বেশি আর্টিস্ট এই পাতালপথগুলোকে সুদীর্ঘ চিত্র প্রদর্শনীতে পরিণত করেছেন। স্টকহোমের এই পাতালপথ ইউরোপের সবচেয়ে আকর্ষণীয় পাতালপথ হিসেবে পরিচিত। আসুন দেখে নিই পাতালপথের কিছু মন জুড়ানো ছবি।

পাতালপথগুলো অত্যন্ত সুসজ্জিত এবং নিরাপত্তা ব্যবস্থাও বিশ্বমানের। শহরের ১০০টি পাতালপথগুলোর স্টেশনের মধ্যে মধ্যে ৯০ টি স্টেশন নানা শিল্পকর্মে অপূর্ব এবং অবিশ্বাস্য সুন্দর করে তুলেছেন শিল্পীরা।

১.

পাতালপথগুলোর স্টেশন জুড়ে রঙ্গিন কালার এবং নানা ধরনের আলোর উপস্থিতি। যা এটিকে করেছে মনোমুগ্ধকর।

২.

আছে বিভিন্ন প্রাণীর চিত্রকর্ম। এত বেশি সুন্দর সেগুলো যে কোন মিউজিয়াম এই পাতালপথগুলোর শিল্পকর্মকে হিংসা করতে পারে।

৩.

দেয়ালগুলোতে খোঁদাই করা হয়েছে বিভিন্ন ভাস্কর্য। সেসব ভাস্কর্যের শিল্পগুণ কোন অংশেই কম নয়।

৪.

পাতালপথের দেওয়াগুলোর পথ নির্দেশক চিহ্নগুলোও রঙ্গিন। পুরো স্টেশন জুড়েই এরকম চোখ জুড়ানো চিহ্ন দেখা যায়।

৫.

রঙের খেলা থেকে দরজা কিংবা জানালাগুলো বাদ যাবে কেন। সেখানের দরজা – জানালাগুলোও নানা রঙের সমাবেশ।

৬.

ফুল, কিংবা মানুষ আকৃতির কার্টুনও আছে পাতালপথে। সব বয়সীদের চোখ ধাধিয়ে দেয় এই পাতালপথ।

৭.

কিছু কিছু অংশ আবার এই ছবির মতন ভুতুড়ে। দেখে গা ছম ছম করে উঠার মত। শিল্পমানের ক্ষেত্রে কোন ছাড় দেয়নি নির্মাতারা সেটা স্পষ্ট বুঝা যায়।

৮.

সমুদ্রের তলদেশের নীল কিংবা নির্জনতা মিস করছেন? চলে যান এই পাতালপথে এই রকম অংশে। মন ভরে যাবে আনন্দে।

৯.

সব কিছুই যখন এখানে উপস্থিত তাহলে রঙধনুই বা বাদ থাকবে কেন? পাতালপথের কিছু অংশে রঙধনুর শিল্পকর্মও চোখে পড়ে।

১০.

আলোর ঝলকানিও উপস্থিত সেখানে। দর্শকদের মন ভরিয়ে দিবে পাতালপথের বিভিন্ন চিত্রকর্মগুলো।

তথ্যসূত্রঃ বিরালনোভা

This post was last modified on জানুয়ারী ১৯, ২০২৩ 8:58 অপরাহ্ন

মাহমুদুর রহমান

Recent Posts

“ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে’: মমতা বন্দ্যোপাধ্যায়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…

% দিন আগে

তুরস্কে বিড়াল পেল নাগরিকত্বের স্বীকৃতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…

% দিন আগে

এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শসার পুষ্টিগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…

% দিন আগে

অ্যাপল ও গুগল সাইবার হামলার বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…

% দিন আগে

টমেটোর গুণাগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…

% দিন আগে