দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। রংপুরে নির্বাচনের শুরুতেই ২ শিবির কর্মী নিহত হয়েছে।
অন্তত ১১১ শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে গত দুদিনে। আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭টি আসনে ভোটগ্রহণ। প্রথম এক ঘণ্টায় বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি খুব কম লক্ষ্য করা গেছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে। এই নির্বাচনে ১৫৩ জন প্রার্থী ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এতে ১৪৭ আসনে আজ ভোগ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়ার কারণে বেশ কিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
রংপুরের পীরগাছার ভোটকেন্দ্র দেউতি স্কুল অ্যান্ড কলেজ দখল নেওয়াকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশের গুলিতে ২ জন শিবির কর্মী নিহত হয়েছে। আজ রোববার ভোররাত ৩টার দিকে পীরগাছার পারুল ইউনিয়নের দেউতি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, ভোররাত ৩টার দিকে রংপুর-৪ আসনের (পীরগাছা-কাউনিয়া) ভোটকেন্দ্র দেউতি স্কুল অ্যান্ড কলেজের দখল নেয়ার চেষ্টা চালায় জামায়াত-শিবির কর্মীরা। এ সময় পুলিশ গুলি চালালে ২ জন নিহত হয়। নিহত মিরাজুল ইসলাম (৩৫) একই ইউনিয়নের আরাজিচালুনিয়া গ্রামের মৃত আজিজউদ্দিনের ছেলে। অন্যজন হাফিজুজ্জামান (৩২)। সেখানকার পরিস্থিতি থমথমে। তবে আইন শৃংখলা বাহিনী প্রস্তুত রয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, অন্যকোন ঘটনা এখানে আর ঘটতে দেওয়া হবে না।
এদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ছেপড়িকুড়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অতর্কিত হামলা চালিয়ে সহকারি প্রিজাইডিং অফিসার জোবাইদুর রহমানকে পিটিয়ে হত্যা করেছে বিএনপি কর্মীরা। এ সময় তারা পুলিশের অস্ত্র ও ব্যালট বাক্সও ছিনিয়ে নেয়। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।